নতুন না পেলে পুরোনো বইই রিভাইস করেছি অসংখ্যবার

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

নতুন না পেলে পুরোনো বইই রিভাইস করেছি অসংখ্যবার

Manual2 Ad Code

| খাতুনে জান্নাত আশা  || ঢাকা, ২৫ এপ্রিল ২০২১ : খুব ছোটবেলা থেকেই বই এর সাথে নিবিড় সম্পর্ক আমাদের দু’বোনের। আমাদের বিনোদনের একমাত্র উৎসই ছিল এই বই। যতক্ষন হাতে বই থাকত ঠিক ততক্ষনই আমরা ভালো থাকতে পারতাম, দুনিয়ার সব কিছু ভুলে যেতাম। নতুন বই না পেলে পুরোনো বই ই রিভাইস করেছি অসংখ্য বার, রাতের পর রাত জেগেছি বই এর নেশায়। বই এর চোখ দিয়ে বিশ্বকে দেখেছি আমরা, আর বুনেছি মনে হাজারো স্বপ্ন। আমাদের কালেকশনের বই এর সংখ্যাও নেহাত কম নয়, তবে স্বপ্ন দেখি একদিন বিশাল একটা লাইব্রেরি হবে আমার। বুকশেলফের সামনে দাঁড়ালে আলাদা একটা প্রশান্তি কাজ করে মনে। ?

আব্বু আম্মুকে কাছে না পাওয়ায় খুব একাকীত্ব আর হতাশার সাথে বাস করতাম একটা সময়, আর তখন এই বই ই আমাদের ভালো রাখত।

Manual5 Ad Code

আমাদের দু’বোনকে আম্মু আব্বুর সবসময় চোখে চোখে রাখতে হয় নি, স্কুল কলেজে নিয়ে যেতে আসতে হয়নি। আমাদের পথচলা ছিল সম্পূর্ণ একার। তারপরও নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝে চলতে পেরেছি, আমাদের একাডেমিক রেজাল্টও খুব খারাপ বলা যাবে না। আমি অনেকটা ফাঁকিবাজ হলেও, আমার ছোটবোন ছোট থেকে এখন পর্যন্ত নিজের সেরা জায়গাটা একাডেমিক লাইফে ধরে রেখেছে, প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় স্কলারশীপ পেয়ে পার হয়ে, এখন ঢাকা ইউনিভার্সিটির EEE( Electric & Electronics Engineering) ডিপার্টমেন্ট এর একজন শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ পেয়েছে।
সব মিলিয়ে একাডেমিক বই এর বাইরের বইগুলো যে, মানুষের সময় নষ্ট করে না, বরং জীবন কে সুন্দর করে পরিচালিত করতে সাহায্য করে তার প্রমান আমরা অনেকটাই রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ?

Manual8 Ad Code

সুশিক্ষাটা আসলে  বই থেকেই পাওয়া যায়, তাই বাচ্চাদের হাতে ডিভাইসের পরবর্তে বই তুলে দেয়া উচিত। বিশ্ব বই দিবসের শুভেচ্ছা সবাইকে।?

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code