?বিশেষ ঘোষণা: ?হাটবার প্রতিযোগিতা

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ৮, ২০২১

?বিশেষ ঘোষণা: ?হাটবার প্রতিযোগিতা

Manual2 Ad Code

।।|| সৈয়দা  আসমিয়াহ তাহলিল | সিলেট, ০৮ মে ২০২১ : ? আসন্ন ঈদ উপলক্ষে নাগরী হাটে আয়োজন করা হবে ঈদের বিশেষ হাটবার। হাটবার গ্রুপের সকল উদ্দোক্তাদের জন্য প্রতিযোগিতা স্বরুপ। তাই হাটবারে স্বতঃস্ফূর্তভাবে সকল উদ্দোক্তাগণকে অংশগ্রহণের অনুরোধ রইলো। সেই সাথে নাগরী হাট গ্রুপের সকল সদস্যগণ নাগরী হাটের আয়োজন ঘুরে দেখার আমন্ত্রন রইলো।

Manual4 Ad Code

? কতো তারিখে হাটবার ❓
? ৯ মে  সকাল ১১ টা
থেকে
?১০ মে  সকাল ১১ টা পর্যন্ত।

(২৪ ঘন্টা সময়কাল ব্যাপী।)

? কি ধরনের প্রতিযোগিতা❓
?সকল উদ্দোক্তাগন তাদের পন্যের গঠনমূলক কনটেন্ট  এবং দারুণ ফটোগ্রাফি সহ পোস্ট করতে হবে।এবং অন্য উদ্দোক্তাদের পোস্টে কমেন্ট করতে হব।

? হাটবারের বিজয়ী কে কে হবেন❓
? তিন(০৩) জন বিজয়ী নির্ধারন করা হবে।

Manual4 Ad Code

1️⃣ সবচেয়ে সুন্দর প্রোডাক্ট ফটোগ্রাফি

Manual5 Ad Code

2️⃣ সবচেয়ে বেশি পোস্ট দাতা

3️⃣সবচেয়ে বেশি কমেন্ট দাতা

? হাটবারের বিজয়ীদের পুরষ্কার কি হবে❓
? বিজয়ী উদ্দোক্তাদের উদ্যোগের পন্য ক্রয় করা হবে।

♥️♥️ প্রতিযোগিতাকে নিরপেক্ষ রাখার জন্য এডমিন প্যানেলের কোন সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে না।আমরা নিরপেক্ষভাবে সদস্যদের মধ্যে থেকে ফলাফল নির্ধারন করবো।

❌তাহলে আর দেরি না করে এখনই প্রতিযোগিতার জন্য তৈরি  হয়ে যান।
♥️সকলের জন্য শুভকামনা রইলো

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual7 Ad Code