সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ৮, ২০২১
।।|| সৈয়দা আসমিয়াহ তাহলিল | সিলেট, ০৮ মে ২০২১ : ? আসন্ন ঈদ উপলক্ষে নাগরী হাটে আয়োজন করা হবে ঈদের বিশেষ হাটবার। হাটবার গ্রুপের সকল উদ্দোক্তাদের জন্য প্রতিযোগিতা স্বরুপ। তাই হাটবারে স্বতঃস্ফূর্তভাবে সকল উদ্দোক্তাগণকে অংশগ্রহণের অনুরোধ রইলো। সেই সাথে নাগরী হাট গ্রুপের সকল সদস্যগণ নাগরী হাটের আয়োজন ঘুরে দেখার আমন্ত্রন রইলো।
? কতো তারিখে হাটবার ❓
? ৯ মে সকাল ১১ টা
থেকে
?১০ মে সকাল ১১ টা পর্যন্ত।
(২৪ ঘন্টা সময়কাল ব্যাপী।)
? কি ধরনের প্রতিযোগিতা❓
?সকল উদ্দোক্তাগন তাদের পন্যের গঠনমূলক কনটেন্ট এবং দারুণ ফটোগ্রাফি সহ পোস্ট করতে হবে।এবং অন্য উদ্দোক্তাদের পোস্টে কমেন্ট করতে হব।
? হাটবারের বিজয়ী কে কে হবেন❓
? তিন(০৩) জন বিজয়ী নির্ধারন করা হবে।
1️⃣ সবচেয়ে সুন্দর প্রোডাক্ট ফটোগ্রাফি
2️⃣ সবচেয়ে বেশি পোস্ট দাতা
3️⃣সবচেয়ে বেশি কমেন্ট দাতা
? হাটবারের বিজয়ীদের পুরষ্কার কি হবে❓
? বিজয়ী উদ্দোক্তাদের উদ্যোগের পন্য ক্রয় করা হবে।
♥️♥️ প্রতিযোগিতাকে নিরপেক্ষ রাখার জন্য এডমিন প্যানেলের কোন সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে না।আমরা নিরপেক্ষভাবে সদস্যদের মধ্যে থেকে ফলাফল নির্ধারন করবো।
❌তাহলে আর দেরি না করে এখনই প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে যান।
♥️সকলের জন্য শুভকামনা রইলো
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি