গরমে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মে ২২, ২০২১

গরমে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন

Manual7 Ad Code

মৌমিতা সুলতানা | ঢাকা, ২২ মে ২০২১ : ?? মুখের ত্বককে সবসময় উজ্জ্বল, প্রাণবন্ত রাখতে কে না চায় না বলেন? সবাই চায়।সবাই সবসময় ভারী মেকাপ করতে চায় না বা পছন্দ করে না। কিন্তু চায় স্কিনটা সবসময় স্পটলেস, ফ্রেস, ক্লিন থাকুক।আমি নিজেও এমনটা চাই তাই নিজের জন্য এবং সবার কথা চিন্তা করে Moumeeta’s Boutique তৈরী করেছে নতুন একটা ফেসিয়াল ফেসপ্যাক। আসুন একটু জেনে নেই এই ফেসপ্যাকের কার্যকারীতা ???

★ ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে স্কিনকে গ্লো করবে।
★ ত্বকে আলাদা একটা জেল্লা আনবে।
★ এটি ত্বকের ভিতর থেকে ময়লা বের করে আনবে।
★ ত্বকের লোমকূপ ক্লিন করবে।
★ ত্বকের যে কোন দাগ রিমুভ করতে সহায়তা করবে।
★ ত্বকের মরা কোষ দূর করতে সহায়তা করবে।
★ ত্বককে সফট, স্মুথ ও ফ্রেস ফিল করাবে।
★ ডার্ক সার্কেল রিমুভ করবে।
★ রোদে পোড়া কালো দাগ রিমুভ করতে সহায়তা করবে।

Manual3 Ad Code

?? পরিশেষে বলবো, যথাসম্ভব রোদ এড়িয়ে চলুন। বাইরে বের হওয়ার অন্তত আধাঘন্টা আগে এসপিএফ ২০ যুক্ত সানস্ক্রিন লোশন মেখে নেবেন আপনার ত্বকের ধরন বুঝে এবং সঙ্গে ছাতা, সানগ্লাস নিতে ভুলবেন না। গরমে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করুন ও বার বার মুখ ধোয়ার অভ্যাস করুন।।

Manual7 Ad Code

?? আমার পন্যের গুণগত মান আমি ব্যাক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি  পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।।

Manual7 Ad Code

✅ আমি ???
✅ Moumeeta Sultana
✅ আমার উদ্যোগ ২টা
✅ Page : Moumeeta’s Boutique
✅ Group:  হামরা দিনাজপুরিয়া
✅ চট্টগ্রাম থেকে…

এ সংক্রান্ত আরও সংবাদ