অনেক বেশী ঋণী হয়ে যাচ্ছি তোমাদের কাছে

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২১

অনেক বেশী ঋণী হয়ে যাচ্ছি তোমাদের কাছে

নদী সুফি | ঢাকা, ২৫ মে ২০২১: মন ভালো রাখার সার্বক্ষণিক চেষ্টা থাকে আমার। আর তা সম্ভব হয় উদ্যোক্তা মেলার কারণে। গত দুইদিন যাবৎ হাসপাতাল যাচ্ছি , শরীর মন ভালো না। তারপরও আজ মনে হলো একটি রিভিউ বাকি আছে , বাস্ রেডি হয়ে গেলাম রিভিউ দেয়ার প্রস্তুতি নিয়ে

আমার পরনে গয়নাগুলো কানের দুল আর গলার নেক পিস্ টা পেজ Trinoyoni : ত্রিনয়নী র Konika Bhattacharyya দি এর কাছ থেকে নেয়া , দি এর পেজ এর সব কিছু এতো আকর্ষণীয় বিশেষ করে শাড়ী গুলা , আমি একটা শাড়ী অর্ডার দিয়ে রেখেছি পেয়ে ঐটার ও রিভিউ নিয়ে আসবো , মডারেটর হওয়ার পর দি কে খুব কাছ থেকে জেনেছি, ভালোবাসা দিয়ে বেঁধে রাখে দি , যেন আদর আদর কথা দি এর , ভালোবাসি দি অনেক তোমাকে

আমার পরনের শাড়িটা আপনারা এর আগেও দেখেছেন এইবার পড়ে ও দেখাতে আসলাম , এই۔ সুন্দর শাড়িটি Tonima Hossain আপুর পেজ প্রচ্ছদ থেকে নেয়া। এর আগেও একটা নীল শাড়ী নিয়েছি এত্ত۔ সুন্দর বিশেষ কোন۔ দিন পড়বো বলে রেখে দিয়েছি , আমি কিন্তু আপুর রিপিড কাস্টোমার , যখন যা চাই আপুর কাছ থেকেই পাই , ভালোবাসার আপু আমার ,অনেক বেশী ঋণী হয়ে যাচ্ছি তোমাদের কাছে , আপু ইন্সট্রাকটর হওয়ার আগে থেকেই তার সাথে সম্পর্ক সেই শুরু থেকেই , এক সাথে কাজ করে গভীর ভাবে জেনেছি , মানুষ কিভাবে এতো۔۔ আন্তরিক আর ভালো হয় তোমাকে না দেখলে বুঝতাম না ,ভালোবাসি তনু আপুনি

জানলে অবাক হবেন আমি আজ হাসপাতাল যাওয়ার আগে এই ছবিগুলা তুলেছি , আমি জানি আজ আমার অপারেশনের ডেট দিবে , কিন্তু আমার মনের শক্তি প্রবল ছিল আর সেই শক্তি আমি এই উদ্যোক্তা মেলার ভাই বোনদের থেকে পাই , আর আমার ফ্যামিলি মেম্বার থেকে আলহামদুলিল্লাহ , শুক্রবার অপারেশন সবাই দোআ করবেন , আমি মন থেকে অনেক শক্তিশালী , কোন ভাবেই আমার কোন۔ কারণে চিন্তিত হই না , হওয়া উচিৎ ও۔ না , জেনে শুনে কেন নিজের ক্ষতি করবো বলেন

ভালো আছি ,ভালো থাকতে চাই , সবার ভাল চাই , দোআ সবসময় সবার জন্য

স্বত্বাধিকার শখের কাজ