কোন বিদেশিনীও না পারে এই সৌন্দর্যের ডাক না শুনে

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

কোন বিদেশিনীও না পারে এই সৌন্দর্যের ডাক না শুনে

Manual5 Ad Code

অধরা মাধুরী ধরা পড়িয়াছে

Manual3 Ad Code

এ মোর ছন্দবন্ধনে।
বলাকাপাঁতির পিছিয়ে-পড়া ও পাখি,
বাসা সুদূরের বনের প্রাঙ্গণে।
গত ফসলের পলাশের রাঙিমারে
ধরে রাখে ওর পাখা,
জরা শিরীষের পেলব আভাস
ওর কাকলিতে মাখা।
শুনে যাও বিদেশিনী,
তোমার ভাষায় ওরে
ডাকো দেখি নাম ধরে।
————– রবি ঠাকুরের কবিতা “অধরা” ?

সুমাইয়া সালাম | ঢাকা, ২৮ মে ২০২১: কিছু শাড়ি আছেই এমন দেখলেই কবিতার কয়েকটা লাইন মনে চলে আসে। এত স্নিগ্ধতা , এত মাধুরী এই একটি ১২ হাত গল্পে। সে তো শুধু আমার দেশ বলেই।

Manual5 Ad Code

কোন বিদেশিনীও না পারে এই সৌন্দর্যের ডাক না শুনে।

ঐতিহ্যের মাধুরী মেশানো মসলিন সিল্ক শাড়িতে জলরঙ।

Manual7 Ad Code

শাড়ি কৃতিত্ব : Silken
নকশাকৃতিত্ব : সুমাইয়া

Manual4 Ad Code

“এই পন্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি  পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করে না।”

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code