কমরেড তাপসের ভাতিজী উর্মির সাথে সুধীর চাষার বিয়ে সম্পন্ন

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

কমরেড তাপসের ভাতিজী উর্মির সাথে সুধীর চাষার বিয়ে সম্পন্ন

Manual2 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ০৩ জুলাই ২০২১ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষের ভাতিজী, শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ (বেগুন বাড়ি) নিবাসী শ্রী বিমল চন্দ্র ঘোষ ও শ্রীমতী কাজলী রানী ঘোষের প্রথমা কন্যা শ্রীমতি মিলি রানী ঘোষ (উর্মি)’র সাথে কাকিয়াছড়া চা বাগানের প্রয়াত সুদাম চাষা ও শ্রীমতী সারথি চাষা’র ৫ম সন্তান শ্রীমান সুধীর চাষার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

অদ্য শনিবার (৩ জুলাই ২০২১) বেলা ২টায় কাকিয়াছড়া চা বাগানে সুধীর চাষার নিজ বাড়িতে বিবাহোত্তর বৌ-ভাত উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এর আগে গত ২৭ জুন ২০২১ রবিবার উভয় পক্ষের নিজ নিজ বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান ও ২৮ জুন ২০২১ সোমবার কন্যার বাড়িতে শুভ বিবাহ সম্পন্ন হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; ৮ নং কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষ, গ্রীন লিফ ইনোভেশন লিমিটেডের মার্কেটিং ম্যানেজার রাসেল হোসেন আক্তার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কমরেড দেওয়ান মাসুকুর রহমান, কমরেড তাপসের সহধর্মিণী ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)’র মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক কমরেড অন্তরা ঘোষসহ উভয় পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলেই নব দম্পতির সুখী জীবন ও উভয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেছেন।
উল্লেখ্য, শ্রীমান সুধীর চাষা শ্রীমঙ্গল শহরের বৈদ্যুতিক সরঞ্জামাদির পাইকারী ব্যবসা প্রতিষ্ঠান ‘লাইট হাউস’-এর স্বত্বাধিকারী।

Manual5 Ad Code