চার দশকের বাদ্যযন্ত্র গানের খাতা নথি পত্র পুরাইয়া করেছে ছাই

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০

চার দশকের বাদ্যযন্ত্র গানের খাতা নথি পত্র পুরাইয়া করেছে ছাই

Manual5 Ad Code

বাউল রনেশ ঠাকুর, সুনামগঞ্জ, ২৩ মে ২০২০ : আমার চার দশকের বাদ্যযন্ত্র

গানের খাতা নথি পত্র
পুরাইয়া করেছে ছাই
মনের দুঃখ কার কাছে জানাই, বল ভাই গো ও ভাই
মনের দুঃখ কার কাছে জানাই

Manual5 Ad Code

আমার দোষ কি শুধু গান গাওয়া
না ভাটির দেশে উজান বাওয়া
কোন দোষে শাস্তি পাইলাম
একবার শুধু জানবার চাই।

Manual4 Ad Code

চোখের সামনে এহেম কান্ড
ঘরবাড়ী হয় লন্ড ভন্ড
আসমান তলে হইল ঠাই
মনের দুঃখ কার কাছে জানাই, বল ভাই গো ও ভাই
মনের দুঃখ কার কাছে জানাই।

গুরু আমার আব্দুল করিম
বলেছিলেন গানে গানে
মানুষ ভজ পরম খোঁজ
সুরেই পারে কাছে আনে

Manual6 Ad Code

আজকে তারে স্বরন করি
গানের কথা খুইজা মরি
মনের কোন ভাষা নাই
মনের দুঃখ কার কাছে জানাই, বল ভাই গো ও ভাই
মনের দুঃখ কার কাছে জানাই

Manual3 Ad Code

—— বাউল রনেশ ঠাকুর

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code