বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন বিখ্যাত কমেডিয়ান রবিউল : পরিণতিতে এফডিসিতে কাজ বন্ধ হলো, জীবন বাচাতে হকারি

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন বিখ্যাত কমেডিয়ান রবিউল : পরিণতিতে এফডিসিতে কাজ বন্ধ হলো, জীবন বাচাতে হকারি

Manual1 Ad Code

সুদীপ অাদিত্য, ০৩ জুন ২০২০ : বঙ্গবন্ধুকে হত্যার পর এফ ডি সি তে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন বাংলা সিনেমার বিখ্যাত এক কমেডিয়ান। তার নাম রবিউল।

Manual3 Ad Code

ফলে গাজী মাজহারুল আনোয়ার, খান আতা, আমজাদ হোসেনদের মত জিয়ার গুনগ্রাহী পরিবেষ্টিত এফডিসিতে কাজ বন্ধ হয়ে গেল রবিউলের।

না রবিউল, মাথা নোয়ালেন না । প্রায় কপর্দক শুন্য রবিউল এফডিসি’র সামনের গেটে বসে হকারি করতেন…. বিচিত্রা, চিত্রালী ইত্যাদি বেঁচতেন। এক সময় সবার অজ্ঞাতসারেই তিনি মারা গেলেন। খয়েরি শাদা সিরাজউদদৌলার রিল ছাড়া তার কবরের খবরও আমরা রাখলাম না ।

Manual5 Ad Code

পরবর্তীতে গাজী মাজহারুল সাহেব কিছুদিন আগে অনুদান পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। আমজাদ হোসেনের চিকিৎসায়ও দেয়া হলো অনুদান ।

Manual3 Ad Code

তারেক রহমানের একসময়ের সহচরী এক বিগত দিনের সিনেমার নায়িকার বাসায় ঝাঁক বেধে দাওয়াত খেলেন ডাকসু ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

Manual1 Ad Code

আমরা যেটা করলাম..
সেটা হল, রবিউলের কবরের ঠিকানাটা পর্যন্ত ভুলে গেলাম কালান্তরে।
#
সুদীপ অাদিত্য (Sudip Bangali)

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code