একযোগে আমরা একযুগে

প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০

একযোগে আমরা একযুগে

Manual2 Ad Code

মৃদুলকান্তি পাল মলয়, শ্রীমঙ্গল, ১২ জুন ২০২০ : বিয়ে হলো একটি বৈধ ধর্মীয় ও সামাজিক বিধি

বা ব্যবস্থা। একমাত্র বিয়ের মাধ্যমেই স্থাপিত হয়
একজন নারী ও পুরুষের একসাথে জীবনযাপনের
অঙ্গীকার ও অধিকার। জীবনের জন্য বিয়ের গুরুত্ব,
ভূমিকা ও প্রয়োজনীয়তা অনিবার্য আর অনস্বীকার্য। ছন্নছাড়া এবং বাউণ্ডুলে মানুষকে বিয়ে এনে দেয় এক নিবিঢ় ও বিনিসুতার বন্ধনের সুদৃঢ় সূত্র। আর বিয়ের
সার্থকতা বিয়ে পরবর্তী দাম্পত্যপ্রেমে। বিয়ের পূর্বের
চিন্তা, ভাবনা ও ভালবাসা বিয়ের পরে রঙ, রুপ ও
রস বদলায়। তবে বিয়েতে নারীকে কেন্দ্র করে আচার
আনুষ্ঠানিকতা যেমন বেশি তেমন বিয়ের পর সংসারে
নারীর ভূমিকাও বেশি। আর কবিগুরু তো আরেকটু বাড়িয়ে বলেছিলেন – ” বিয়ের ব্যাপারে উপরে পাত্রী,
নীচে পাত্র। ”

Manual2 Ad Code

অন্যদিকে নিন্দুকেরা বলে – বিয়ে দিল্লী কা লাড্ডু।
কেউ খেয়ে পস্তায়, আবার কেউ না খেয়ে। বাসর
রাতে বিড়াল মারার আজব কিছু গুজবেই হয়তো
অনেকে ছাদনাতলায় যেতে ভয় পেয়ে থেকে যান
চিরকুমার বা চিরকুমারী।

Manual6 Ad Code

নিন্দুকেরা যে যাই বলুক প্রত্যেক মানুষের লালিত
স্বপ্ন সার্থক ও সফল হয় স্বপ্নে দেখা রাজকন্যা বা
রাজকুমারের দেখা পেয়ে। তবে এই আমি কোন
রাজকুমার না হয়েও দেখা পেয়েছিলাম যমুনাপাড়ের
এক রাজকন্যার। যাঁর সাতপাকে বাঁধা পড়ে আজ
একযুগ পূর্ণ করলাম সুখে-দুঃখে আনন্দ-বেদনায়।

Manual8 Ad Code

যদিও এই যুগের ইনিংস চারছক্কায় সাজাতে পারিনি,
তবুও কামনা করি সিঙ্গেল টুকটাক করে আমরা যেন একযোগে যুগ যুগ থাকতে পারি।
এই মধুরলগনে সকলের দোয়া-আশীর্বাদ প্রার্থী।

Manual2 Ad Code

————————————————————————-
বি.দ্র. এই ছবিটি অন্য এক anniversary ‘র

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code