খুবই অনুপ্রেরণামুলক কথা বলেছেন সাব্বির ভাই!

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

খুবই অনুপ্রেরণামুলক কথা বলেছেন সাব্বির ভাই!

Manual6 Ad Code

নুশরাত অাক্তার লোপা |

পুরো প্রোগ্রামে আমি ছিলাম। একদম গেস্ট আসার আগে থেকে। একদম শেষ অবধি। ভিডিও আছে আমার কাছে। তখনই বুঝেছিলাম যে এইটা নিয়ে মিডিয়া ভালো কাজে লাগাবে।

Manual1 Ad Code

ঘটনাটা বলি

সাব্বির ভাইকে ডাকার আগে উপস্হাপিকা অনেকবারই দুস্টুমি করেছেন মোটামুটি সবার সাথেই।শিমুল ভাই, শিমুল মোস্তফা এবং সাব্বির ভাই এর সাথেও। সব মেইলদের সাথেই যেটা পুরোটাই উপস্হাপনার অংশ। মজা না করলে তো জমে না হয়তো তাই। খুবই নরমাল। তিনি নিজের বিয়ের কথাও বলেছেন। মজা করেই বলেছেন। এক জায়গায় বলেছেন সাইজ ম্যাটার। যেটা অনেক কিছুই মিন করে।তবে এইটাও মজা করেই বলেছেন।

সবার সব মজা হলে সাব্বির ভাই এর কথা কেনো মজার না হয়ে বুলিং হলো!

সাব্বির ভাইকে স্টেইজে ডাকার পর এর পর্যায়ে দুস্টুমির ছলে ভাইয়াকে কিছু একটা বলার পর ভাইয়া বলেছেন আমিতো ম্যারিড আমার বউ আছে। ২য়ত উনি বারবার চুমকি আপুর নাম নিয়েছেন সম্পুর্ন শোতে যেটা খুইবই এপ্রিসিয়েটেড। এবং এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে উনি বলেছেন ফারজানা নামটা মনে রাখা উচিৎ কারণ আমার বউয়ের নাম ফারজানা।

Manual2 Ad Code

অনেকগুলো পজিটিভ আর খুবই অনুপ্রেরনামুলক কথা তিনি বলেছেন, সেগুলো নিয়ে কেনো কোনও নিউজ হলো না!

স্টেইজে ওঠার পর দর্শকসারিতে থেকে বারবার অনুরোধ করা হচ্ছিলো বরিশালের ভাষায় কিছু বলতে।উনি ব্যাপারটা গ্রাহ্য না করে চলে যাচ্ছিলেন। এমন সময় উপস্হাপিকা ডাকলেন বরিশালের ভাষায় কিছু বলতে। উনি ক্ষমা চেয়ে বললেন উনার কোনও ডায়ালগই মুখস্হ্য না। উনার মনে নেই। কিন্তু উপস্হাপিকা জোড়াজুড়ি করলেন কিছু একটা বলার জন্যে। সাব্বির ভাই তখন বল্লেন এই মাতারি তুমি উদলা হইয়া খাড়ায় রইসো কিলাইগা।

Manual5 Ad Code

পুরো ব্যাপারটা নিছকই দুস্টুমি। উপস্হাপিকাও খুব করে হেসে গড়িয়ে পড়লেন। এবং দর্শক সারির মানুষও। ঘটনা এইখানেই শেষ।

Manual2 Ad Code

তবে স্টেজ থেকে নামার পরপরই উপস্হাপিকার পুরো মুড এবং চেহারা পাল্টে গেলো। তিনি সাব্বির ভাইকে এড়িয়েই বাকী অনুষ্ঠান কনটিনিউ করলেন। এক পর্যায়ে শিমুল মোস্তফা ভাই যখন সাব্বির ভাইকে নিয়ে প্রশংসা করছিলেন। উপস্হাপিকা হাত এবং মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করছিলেন।

আমি পুরো ঘটনার একজন চাক্ষুস সাক্ষী।

দেখুন নারীবাদী হলেইযে সবকিছু নিয়ে ইয়েস ইয়েস বলতে হবে এমন কথা না। আমি সাধারন এখজন সাক্ষী হিসেবে বলতে পারি আমার মতামত। ইনিয়ে বিনিয়ে কথা বলা খোঁচা মারা আমার স্বভাব না।

সাব্বির ভাইকে কোনওভাবেই বুলিং করে কথা বলার মানসিকতায় দেখিনি সেদিন। উপস্হাপিকা জোড় করাতে উনি বরিশালের ভাষা নিয়ে কথা বলেছেন। না হয় উনি বলতেই চাচ্ছিলেন না। আর যদি উনার উদ্দেশ্য খারাপ থাকতো তবে উনি বারবার উনার স্ত্রীর কথা বলতো না। উপস্হাপিকার সাথে দুস্টুমির বা বুলিং করার অনেক সুযোগ ছিলো।

হতে পারে জুনিয়র হিসেবে উপস্হাপিকার কথাটা ভালো লাগেনি। বা কস্ট পেয়েছেন। একদম নিজেরাই পুরো ব্যাপারটা সলভ করে ফেলতে পারতেন। সব নিউজ পোর্টালগুলো উপস্হাপিকার ইমোশনকে ব্যাবহার করছে। যেটাকে মুলত অন্যায় মনে হচ্ছে উপস্হাপিকার প্রতি। তিনি হয়তো বুঝতো পারছেন না।খুব ক্ষুদ্র একটা বিষয়কে তার মাধ্যমে হাইলাইটেড করা হচ্ছে। ভিউ আর ট্রেন্ডিংএ আসার জন্যে।

যারা প্রোগ্রামে ছিলেন না তাদের মতামত মোটেই শত ভাগ সঠিক না। কারন রিয়েল এক্সপ্রেশনগুলো আপনারা দেখেননি।

দুইজনই মিডিয়ার। সাব্বির ভাই সিনিয়র এবং ভদ্র মানুষ। উনার ইমেজ, ক্যারিয়ার এবং পারিবারিক অবস্হান মিলিয়ে উনাকে এইভাবে হেয় করা মোটেই ঠিক হচ্ছেনা। উনার সাথে ভীষন ইনজাসটিস হয়ে গেলো।

দয়া করো কেউ ভিন্নভাবে নিবেন না। ব্যাপারটা আর এগোতে না দিয়ে নিজেরা সমাধান করুন।উপস্হাপিকাও আমাদেরই একজন।

আমি শুধুমাত্র আমার মতামত দিলাম একজন চাক্ষুস দর্শনার্থী হিসেবে। বেয়াদপি মাফ করবেন। কাউকে ছোট করার জন্যে বলিনি। একজন মানুষকে লক্ষ লক্ষ মানুষের সামনে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাই দায়িত্ববোধ থেকে লিখলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code