অমানবিকতার নিকৃষ্ট উদাহরণ সৃস্টি হচ্ছে দেশে

প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২০

অমানবিকতার নিকৃষ্ট উদাহরণ সৃস্টি হচ্ছে দেশে

Manual3 Ad Code

|| ফজলুল বারী || সিডনি (অস্ট্রেলিয়া), ০৬ জুলাই ২০২০ : “বস, যা অবস্থা দাঁড়াচ্ছে, . করোনাকালে রাষ্ট্রীয় অমানবিকতার নিকৃষ্ট উদাহরণ সৃস্টি হচ্ছে দেশে…. এই মহামারীতে সরকারি সেবার প্রতিটি খাত, বিদ্যুৎ, পানি, ফোনে কথা বলার খরচ, মোবাইল ইন্টারনেটের দাম বাড়ানো হয়েছে, উপরন্তু ওয়াসা-ডিপিডিসি-ডেসকো প্রতি মাসেই গ্রাহকদের ভুতুড়ে বিল পাঠাচ্ছে, সেই ভুতুড়ে বিল বাতিল না করে “ব্যবস্থা নেওয়ার” স্টান্টবাজি করা হচ্ছে….. অন্যসব বাদ দিলাম, প্রাইভেট হাসপাতালে অধিকাংশ ডাক্তারদেরই হয় বেতন কাটা হয়েছে, নয়ত বেতন নাই….!…দেশে এখন চিকিৎসা ব্যবস্থা বলতে কিছুই নাই…..৩৫ বিলিয়ন ডলার রিজার্ভের দেশে একটা মহামারীতে সরকার কোনভাবেই, কোন দিক দিয়েই মানুষের পাশে নাই, বরং সবকিছুর বিল বাড়িয়ে মানুষের শিরায়, ধমনীতে ড্রাকুলার মত নিষ্ঠুর দাঁত বসিয়েছে…এত রিজার্ভের পরও সরকার পারছে না কেন….এসি ল্যান্ডের জন্য নূন্যতম ৯০ লাখ টাকা দামের গাড়ি বরাদ্দ দিলে, সরকারি আমালাদের বেতন পাঁচ বছরে ৩০০ গুন বাড়ানো হলে, অযথাই হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকারি দপ্তরগুলোর প্রাসাততুল্য নতুন ভবন নির্মাণ করা হলে, সাংসদের বিনামূল্যের এবং করমুক্ত পরিসেবার আওতা বাড়ানো হলে, প্রতি বছর ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হলে রিজার্ভ ৭০ বিলিয়ন ডলারেও পরিস্থিতি এরকমই থাকবে…. কিছু মনে করবেন না, এই মহামারীতে এসে মানুষের আস্থায় আর আগের মত নাই, এমনকি আওয়ামীলীগ নেতা-কর্মীদের আস্থাও নাই….বেশীরভাগ কর্মীই এখন বিশ্বাস করে এখন নামকাওয়াস্তে, কোন নিয়ন্ত্রণই নেই, দেশ চালাচ্ছে দূর্নীতিবাজ আমলা আর অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট…… রাজনীতি শেষ করে দিয়েছে…..

Manual8 Ad Code

বস, ডিজটাল নিরাপত্তা আইনের কারনে কোথাও ভুলটা ধরিয়ে দেওয়ারও উপায় নাই, কিছু বললেই বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বিনা বিচারে জেলে……অনেক অসাধার অর্জনে গুণীকে বাংলাদেশে ইতিহাসের নিকৃষ্টতম ভিলেনে পরিণত করার সব আয়োজন চলছে, আমরা নিরবে তাকিয়ে দেখছি শুধু, কিছুই করার নাই…..বস, আপনাকে জানালাম….আপনি আরও কৌশলে কিছু লিখেন….কারন মোস্তফা জব্বার মন্ত্রী হওয়ার পর দেশে সবচেয়ে বেশী উন্নতি হয়েছে হ্যাকিং শিল্পের….হুবহু পোস্ট করলে একবার মেলাতে পারলেই জেলে….ডিজিটাল নিরাপত্তা আইনে এখন মুক্তিযুদ্ধের পক্ষের, প্রগতিশীলতার পক্ষের মানুষই বিনা বিচারে জেলে আছেন বেশী….আপনি গালি দিলেও সেটা ম্যাটার করে না, সরকারের ভুল ধরলেই আমলা-পুলিশ সময়ের নিকৃষ্টতম কালো আইন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে পাগলা কুত্তার মত ছুটে আসে এবং সবচেয়ে বেদনার এ সময়ের দেশে সবাই ‘খন্দকার মোস্তাক’ চরিত্রের চাটুকারদের কথাই শোনেন, তার জন্য শুভাকাঙ্ক্ষী সমালোচক এবং রাস্তায় নিবেদিত কর্মীদের তিনি শত্রু বিবচনা করেন…!

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code