সৃষ্টিশীল ও সম্ভাবনাময় লেখকদের পাণ্ডুলিপি আহ্বান

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

সৃষ্টিশীল ও সম্ভাবনাময় লেখকদের পাণ্ডুলিপি আহ্বান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ আগস্ট ২০২৫ : ‘সাহিত্য সৃষ্টিতে নবীন-প্রবীণ’ স্লোগান ধারণ করে কাব্যগ্রন্থ প্রকাশন প্রতি বছর জ্ঞান ও সৃজনশীল বিভাগে সৃষ্টিশীল ও সম্ভাবনাময় লেখকদের মৌলিক, সৃজনশীল, মননশীল, সাহিত্যগুণ ও মানসম্পন্ন বই প্রকাশ করে থাকে।

Manual8 Ad Code

তারই ধারাবাহিকতায় ২০২৫ সালেও কাব্যগ্রন্থ প্রকাশন কবি-সাহিত্যিকদের কাছ থেকে নিচে উল্লিখিত জ্ঞান ও সৃজনশীল বিষয়ে পাণ্ডুলিপি আহ্বান করছে-
১. শিল্প, ২. সংস্কৃতি, ৩. দর্শন, ৪. রাজনীতি, ৫. অর্থনীতি, ৫. সমাজতত্ত্ব, ৬. রাষ্ট্রবিজ্ঞান, ৭. বিজ্ঞান, ৮. কল্পবিজ্ঞান, ৯. ইতিহাস ও ঐতিহ্য, ১০. ভ্রমণ, ১১. কবিতা, ১২. উপন্যাস, ১৩. ছোটোগল্প, ১৪. মুক্তগদ্য ১৫. সাহিত্যিক ও সাহিত্য-বিষয়ক প্রবন্ধ, ১৬. শিশু-কিশোর সাহিত্য (উপন্যাস/গল্প/ছড়া), ১৭. অনুবাদ (উপন্যাস/গল্প/প্রবন্ধ/মুক্তগদ্য) প্রভৃতি।

১. পাণ্ডুলিপি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সংযুক্ত করে পাঠাতে হবে কাব্যগ্রন্থ প্রকাশনের ইমেইলে। ইমেইলের সাবজেক্ট ফিল্ডে পাণ্ডুলিপির শিরোনাম ও বিষয় উল্লেখ করতে হবে।

Manual2 Ad Code

ইমেইল এড্রেস : kabyagrantha@gmail.com
২. পাণ্ডুলিপির সঙ্গে লেখকের ফোন নম্বর ও স্থায়ী ঠিকানা (থানা, জেলা, বিভাগ) যুক্ত করতে হবে।
৩. বই প্রকাশের খরচ সম্পর্কে জানতে কল করুন অথবা মেসেজ করুন
৪. অমর একুশে বইমেলা ২০২৬ সালে প্রকাশের জন্য পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ : ৩১ অক্টোবর, ২০২৫।

Manual8 Ad Code

সুমন হোসেন
কাব্যগ্রন্থ প্রকাশনল

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code