সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ : প্রকৃতি, সৃজনশীলতা ও সচেতনতার এক অনন্য মেলবন্ধন ঘটতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
আগামী ১ নভেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে দিনব্যাপী অনুষ্ঠান “Nature Fest 2025” — যেখানে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও শিল্পীরা।
এই আয়োজনের শিরোনাম পৃষ্ঠপোষক (Title Sponsor) হিসেবে রয়েছে পরিবেশ বিষয়ক সংস্থা EnvoLead, এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জমুনা টেলিভিশন ????। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন Nature Conservation Initiative (NCI)।
প্রকৃতি, জ্ঞান ও সৃজনশীলতার এক উৎসব
“Nature Fest 2025” এর মূল লক্ষ্য — তরুণদের মাঝে পরিবেশবান্ধব চিন্তা, উদ্ভাবন ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। অনুষ্ঠানটিতে একাধিক আকর্ষণীয় সেগমেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকছে বিভিন্ন বয়স ও পটভূমির অংশগ্রহণকারীদের জন্য।
প্রধান সেগমেন্টগুলো হলো:
প্রজেক্ট শোকেসিং: পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ।
নিবন্ধন: লিংক
পোস্টার প্রেজেন্টেশন: সৃজনশীল পোস্টারের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ।
নিবন্ধন: লিংক
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা: শিশুদের মাঝে প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে আগ্রহ জাগানোর উদ্দেশ্যে আয়োজন।
নিবন্ধন: লিংক
ট্রেজার হান্ট: দলগত অভিযানে প্রকৃতি অনুসন্ধান ও মজার প্রতিযোগিতা।
নিবন্ধন: লিংক
ফটো এক্সিবিশন: প্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যকে লেন্সবন্দি করে প্রদর্শনীর সুযোগ।
নিবন্ধন: লিংক
কুইজ প্রতিযোগিতা: পরিবেশ বিষয়ক জ্ঞান যাচাইয়ের এক মজার আয়োজন।
নিবন্ধন: অন-ক্যাম্পাসে।
✍️
কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা: টেকসই পৃথিবী গড়ার বার্তা পৌঁছে দিতে শব্দের শক্তিকে কাজে লাগানোর সুযোগ।
নিবন্ধন: লিংক
আয়োজকদের বক্তব্য
ফাতিন ইদরাক, সভাপতি, Nature Conservation Initiative (NCI), বলেন— “Nature Fest 2025 কেবল একটি উৎসব নয়; এটি তরুণদের জন্য এমন এক প্ল্যাটফর্ম, যেখানে তারা পরিবেশ নিয়ে চিন্তা, গবেষণা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে। আমরা চাই তরুণরা প্রকৃতির সঙ্গে পুনরায় সংযুক্ত হোক এবং টেকসই ভবিষ্যৎ গড়তে অনুপ্রাণিত হোক।”
অন্যদিকে, পূর্ণিমা কবির, সাধারণ সম্পাদক, NCI, জানান— “আমরা বিশ্বাস করি, প্রকৃতি ও মানুষ অবিচ্ছেদ্য। এই ফেস্টের মাধ্যমে সবাই মিলে শিখব, সৃষ্টিশীল হব, এবং পরিবেশের প্রতি আমাদের দায়িত্ববোধ আরও জোরদার করব।”
অনুষ্ঠানসূচি ও যোগাযোগ
তারিখ: ১ নভেম্বর ২০২৫
স্থান: সেমিনার রুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রবেশ: সবার জন্য উন্মুক্ত
যোগাযোগ:
ফাতিন ইদরাক, সভাপতি, NCI – ০১৩১৭৯৯৭৭০৮
✉️ fatinidrak@gmail.com
পূর্ণিমা কবির, সাধারণ সম্পাদক, NCI – ০১৭৫৮২৭০৬৫৮
✉️ purnimakabir426@gmail.com
সবুজ পৃথিবীর স্বপ্নে একসাথে
“Nature Fest 2025” আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা, সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা করছেন। প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে গড়া এই উৎসব সবার জন্য হয়ে উঠবে জ্ঞান ও আনন্দের এক মিলনমেলা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি