সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ : দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী ও ‘স্কয়ার মাতা’ হিসেবে পরিচিত অনিতা চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।
২০২২ সালের ১৩ নভেম্বর দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত অনিতা চৌধুরীর আত্মার শান্তি কামনায় আজ ঢাকায় ও পাবনার নানা স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
এক অনন্য প্রেরণার প্রতীক
স্কয়ার গ্রুপের উত্থানের প্রারম্ভিক দিনগুলো থেকে নীরবে, কিন্তু দৃঢ়ভাবে স্বামী স্যামসন এইচ চৌধুরীর পাশে থেকে প্রতিষ্ঠান গড়ে তোলায় অনিতা চৌধুরী রেখেছেন অসামান্য ভূমিকা। তিনি ছিলেন পরিবারের ঐক্যের প্রতীক এবং স্কয়ার পরিবারের কর্মীদের কাছে এক মমতাময়ী মাতৃমূর্তি।
পরিবারের সদস্যদের মতে, তিনি ছিলেন সৎ, সহৃদয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রেরণাদাত্রী। স্কয়ার গ্রুপের বিভিন্ন সামাজিক উদ্যোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দাতব্য কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন।
স্কয়ার পরিবারের অবিচ্ছেদ্য অংশ
অনিতা চৌধুরী হলেন স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।
তাঁর প্রেরণাতেই স্কয়ার গ্রুপ আজ দেশের অন্যতম বৃহৎ ও সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর উত্তরাধিকার
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন বাংলাদেশের শিল্পোদ্যোগ ও উদ্যোক্তা বিকাশের অন্যতম পথপ্রদর্শক।
স্বামী প্রয়াত হওয়ার পরও অনিতা চৌধুরী সন্তানদের সঙ্গে থেকে পারিবারিক বন্ধন ও স্কয়ার পরিবারের ঐতিহ্য ধরে রেখেছিলেন যত্নের সঙ্গে।
দোয়া মাহফিল ও স্মরণ সভা
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঢাকায় স্কয়ার গ্রুপের প্রধান কার্যালয়সহ পাবনা সদর উপজেলার গোপালপুরে পারিবারিক বাসভবনে কোরআনখানি, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া স্কয়ারের সব সহযোগী প্রতিষ্ঠানে কর্মীরা তাঁর স্মরণে নীরবতা পালন ও দোয়া করবেন বলে জানা গেছে।
এক প্রেরণাদায়ী উত্তরাধিকার
বাংলাদেশের নারী সমাজে সাহস, সততা ও নীরব নেতৃত্বের প্রতীক হিসেবে অনিতা চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন। শিল্পোদ্যোগী পরিবারগুলোর মধ্যে তিনি ছিলেন এক মানবিক ও নিবেদিতপ্রাণ মাতৃরূপ, যার প্রেরণা থেকে স্কয়ার পরিবার আজও এগিয়ে চলেছে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারায়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি