সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫
বিশেষ প্রতিনিধি | মালে (মালদ্বীপ), ১৪ নভেম্বর ২০২৫ : আসন্ন ১৫ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লাইমেট অ্যাকশন উইক মালদ্বীপ ২০২৬’ এবং এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘ইউথ ক্লাইমেট সামিট’। আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে এই সম্মেলনকে গুরুত্ব দিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান আইআইএমপিএস (IIMPS)।
এই চার দিনের সম্মেলনে শিক্ষার্থী, পেশাজীবী, পরিবেশ কর্মী, উদ্যোক্তা ও গবেষকসহ বিভিন্ন ক্ষেত্রের আগ্রহী অংশগ্রহণকারীরা আবেদন করতে পারবেন। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, সবুজ প্রযুক্তি, নীতি-পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন সেশন, কর্মশালা ও নেটওয়ার্কিং কার্যক্রম এতে অন্তর্ভুক্ত থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের জন্য রয়েছে চার ধরনের সুবিধা— ফুললি ফান্ডেড, পার্শিয়ালি ফান্ডেড, সেল্ফ ফান্ডেড এবং ফোরাম অ্যাডমিশন। প্রার্থীরা নিজেদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী যে কোনো ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর ২০২৫।
উল্লেখ্য, এই প্রোগ্রামে অংশ নিতে আবেদনকারীদের একটি নির্দিষ্ট আবেদন ফি প্রদান করতে হবে।
বিস্তারিত তথ্য ও আবেদন লিংক: https://scholarshipscorner.website/climate-action-week-maldives/

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি