সিলেট ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২৬ নভেম্বর ২০২৫ : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোল্লারহাট এলাকায় সুমাইয়া বেকারিতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে নানা ধরনের অনিয়মের সন্ধান পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিকেলে পরিচালিত এ অভিযানে বেকারির উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেকসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করা হয়।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা নিরাপদ খাদ্য অফিসার ডা. সুমধুর চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কমলনগরের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তাইজুল ইসলাম।
অভিযানকালে বেকারির পণ্যসামগ্রীর গায়ে অগ্রিম তারিখ দেওয়া, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্রে অসংগতি এবং অন্য প্রতিষ্ঠানের (নিউ নিরাপদ ফুড) পণ্যসামগ্রী পাওয়া যায়—যা খাদ্য নিরাপত্তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব কারণে প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার ডা. সমরজিৎ চক্রবর্তী বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে নানা অনিয়ম শনাক্ত করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।”
অভিযান শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি