শ্রীমঙ্গলের বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ২৩তম এজিএম ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

শ্রীমঙ্গলের বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ২৩তম এজিএম ও শীতবস্ত্র বিতরণ

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ ডিসেম্বর ২০২৫ : জাতীয় স্বর্ণপদক ও সম্মাননা সনদপ্রাপ্ত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরশ্রী বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সুফি মিয়া। সভা সঞ্চালনা করেন সমিতির সদস্য মো. তাজ উদ্দিন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. মছদ্দর আলী। তিনি তার বক্তব্যে বলেন, এই সমিতি দীর্ঘ ২৩ বছর ধরে এলাকার কৃষি, সেচ, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সদস্যদের ঐক্য, স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমেই এ অর্জন সম্ভব হয়েছে।

Manual7 Ad Code

বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সম্পাদক শেখ সবুজ আলম। প্রতিবেদনে সমিতির সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি, ঋণ বিতরণ, সদস্যদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ। তিনি বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম কার্যকর মাধ্যম। বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি একটি সফল ও অনুকরণীয় মডেল, যা দেশের অন্যান্য সমবায়ের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। তিনি সমবায়ের উন্নয়ন কার্যক্রমে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, জেলা সমবায় কর্মকর্তা মুশাহিদুর রেজা চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, মির্জাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর নূর, ভাঙ্গোয়াছড়া সমিতির সাবেক সভাপতি মৌলানা ফজলুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা মুশাহিদুর রেজা চৌধুরী বলেন, সমবায়ের মূলমন্ত্র ‘একতাই বল, একতাই শক্তি’। বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সেই স্লোগান বাস্তবায়নের উজ্জ্বল উদাহরণ। তিনি সমবায় খাতের উন্নয়নে রাষ্ট্রীয় মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Manual8 Ad Code

সভায় জানানো হয়, বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ২০০২ সালে ৭টি গ্রাম নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে সমিতির মোট সদস্য সংখ্যা ৯৭৯ জন। এর মধ্যে নারী সদস্য ৩৯৩ জন এবং পুরুষ সদস্য ৫৮৬ জন।

Manual2 Ad Code

সমিতির আওতায় পরিবহন খাত, সিএনজি চালিত অটো, সবজি উৎপাদন, ধান বীজ উৎপাদন, গবাদি পশু খামার, পান উৎপাদন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা, নার্সারি, কৃষি যন্ত্রপাতি সরবরাহ, কারিগরি ও দক্ষতা উন্নয়নসহ মোট ৭৭৫টি খাতে ১১ কোটি ৪০ লাখ ৮ হাজার ৪২৮ টাকা ঋণ বিতরণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে কৃষিপণ্যের ন্যায্য বাজার নিশ্চিতকরণ ও হিমাগার স্থাপন, নিজস্ব ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, সদস্যদের শতভাগ প্রশিক্ষণের আওতায় আনা, গবাদি পশু ও মৎস্য খামার স্থাপন, পর্যটন কেন্দ্র গড়ে তোলা, অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বৃক্ষরোপণ, কীটনাশকমুক্ত সবজি উৎপাদন, নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু, শিক্ষার মান উন্নয়ন, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স ও আইটি সেবা চালুর পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে সমিতির উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ