ভূ-রাজনীতির জটিল বিশ্ব সহজ ভাষায়: ‘প্রিজনার্স অব জিওগ্রাফি’

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

ভূ-রাজনীতির জটিল বিশ্ব সহজ ভাষায়: ‘প্রিজনার্স অব জিওগ্রাফি’

Manual4 Ad Code

বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ : আন্তর্জাতিক রাজনীতি বা ভূ-রাজনীতি বুঝতে হলে কেবল সমসাময়িক ঘটনাপ্রবাহ জানাই যথেষ্ট নয়; জানতে হয় একটি দেশের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সীমাবদ্ধতা, সংস্কৃতি ও দীর্ঘদিনের কৌশলগত বাস্তবতা। বিশ্ব রাজনীতির এই জটিল বাস্তবতাকে সাধারণ পাঠকের জন্য সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরার ক্ষেত্রে যে বইটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত, সেটি হলো টিম মার্শালের ‘প্রিজনার্স অব জিওগ্রাফি’।

বিশ্ব রাজনীতিতে রাশিয়া কেন বারবার ইউক্রেন ও পূর্ব ইউরোপকে ঘিরে আগ্রাসী হয়, চীন কেন দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারে আগ্রহী, কিংবা যুক্তরাষ্ট্র কেন বৈশ্বিক রাজনীতিতে সামুদ্রিক শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়—এসব প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহীদের জন্য বইটি এক অনন্য রিসোর্স।

Manual7 Ad Code

লেখক দেখিয়েছেন, রাষ্ট্রগুলো কেবল রাজনৈতিক ইচ্ছা বা নেতার সিদ্ধান্ত অনুযায়ী নয়, বরং অনেক ক্ষেত্রে তারা “ভূগোলের বন্দি”—নদী, পাহাড়, মরুভূমি, সমুদ্র ও জলবায়ু তাদের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে।

সহজ ভাষায় গভীর বিশ্লেষণ

বইটির সবচেয়ে বড় শক্তি এর ভাষা ও উপস্থাপন। টিম মার্শাল কোনো জটিল একাডেমিক পরিভাষা ব্যবহার না করে গল্পের ঢঙে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ব্যাখ্যা করেছেন। ইউরোপ, রাশিয়া, চীন, ভারত-পাকিস্তান, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা ও যুক্তরাষ্ট্র—এই অঞ্চলগুলোকে আলাদা অধ্যায়ে ভাগ করে তিনি প্রতিটির ভৌগোলিক বাস্তবতা ও তার রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করেছেন।

লেখক দেখিয়েছেন, ইতিহাসের বহু সংঘাত ও বর্তমান সময়ের উত্তেজনার পেছনে মূল চালিকাশক্তি হলো ভূগোল। পাহাড় রাষ্ট্রকে রক্ষা করে, আবার বিচ্ছিন্নও করে; নদী যেমন সভ্যতা গড়ে তোলে, তেমনি সীমান্ত বিরোধের জন্ম দেয়; আর সমুদ্র একদিকে বাণিজ্যের পথ খুলে দেয়, অন্যদিকে সামরিক আধিপত্যের ক্ষেত্র তৈরি করে।

পাঠকপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা

Manual4 Ad Code

আন্তর্জাতিকভাবে বইটি ব্যাপকভাবে সমাদৃত। গুডরিডসে প্রায় এক লক্ষ পাঠকের রেটিংয়ের পরও বইটির গড় রেটিং ৪.২—যা ভূ-রাজনীতি বিষয়ক বইয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য। সাধারণ পাঠক থেকে শুরু করে শিক্ষার্থী, সাংবাদিক, কূটনীতিক ও গবেষকদের কাছে বইটি সমানভাবে জনপ্রিয়।

বাংলা অনুবাদে নতুন পাঠকের জন্য সুযোগ
বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য সুখবর হলো—বইটির মানসম্মত বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুবাদ করেছেন হাসান মাহবুব, সম্পাদনায় ছিলেন ইমরান ওয়াহিদ ও হিমাংশু কর। প্রকাশ করেছে পুঁথি প্রকাশনী।

Manual8 Ad Code

বাংলা সংস্করণে মূল বইয়ের ভাব ও বিশ্লেষণ অক্ষুণ্ন রেখে ভাষাকে সাবলীল ও প্রাঞ্জল রাখা হয়েছে, যা সাধারণ পাঠকের জন্য বইটিকে আরও সহজপাঠ্য করেছে।

প্রকাশনা তথ্য

বইয়ের নাম: প্রিজনার্স অব জিওগ্রাফি
লেখক: টিম মার্শাল
ভাষান্তর: হাসান মাহবুব
সম্পাদক: ইমরান ওয়াহিদ, হিমাংশু কর
প্রকাশনী: পুঁথি
প্রথম প্রকাশ: ডিসেম্বর ২০২৪
কাভার: হার্ডকাভার
পৃষ্ঠা সংখ্যা: ৩২৮
কাগজ: অফ-হোয়াইট, অফসেট
আইএসবিএন: 978-984-89-9316-1
মূল্য: ৬৫৫ টাকা
ছাড় মূল্য: ৪৯০ টাকা

Manual4 Ad Code

সংগ্রহ ও প্রাপ্তিস্থান

বইটি অনলাইনে রকমারি ডট কম, ওয়াফিলাইফসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এছাড়া বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী), পাঠক সমাবেশ (শাহবাগ), নীলক্ষেত বই বাজার ও বাংলাবাজার বই বাজারে বইটি সরাসরি সংগ্রহ করা যাচ্ছে।

কেন পড়বেন এই বই?

যারা আন্তর্জাতিক রাজনীতি, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, যুদ্ধ ও কূটনীতির পেছনের বাস্তব কারণ জানতে চান, কিন্তু ভারী একাডেমিক বই পড়তে আগ্রহী নন—তাদের জন্য প্রিজনার্স অব জিওগ্রাফি একটি আদর্শ গ্রন্থ। বইটি পাঠকের চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে সক্ষম এবং বিশ্ব রাজনীতিকে নতুন চোখে দেখার সুযোগ করে দেয়।
আন্তর্জাতিক রাজনীতি সহজ কথায় বুঝতে চাইলে, এই বইটি নিঃসন্দেহে আপনার পাঠতালিকায় থাকা উচিত।

এ সংক্রান্ত আরও সংবাদ