সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ : ঢাকায় আগামী ১৭ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পরিসরের মর্যাদাপূর্ণ আয়োজন “ডিজিটাল বিজনেস কনফারেন্স অ্যান্ড গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৬”।
রাজধানীর হোটেল ৭১-এ বিকাল ৪টা থেকে শুরু হবে এই সম্মানজনক কনফারেন্স ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, Global Iconic Leadership Award 2026 বিশ্বব্যাপী ই-কমার্সসহ বিভিন্ন উদ্ভাবনী ব্যবসা খাতে অসাধারণ সাফল্য অর্জনকারী উদ্যোক্তা, প্রতিষ্ঠান ও নেতৃত্বদানকারী ব্যক্তিদের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
উদ্ভাবন ও নেতৃত্বকে সম্মান জানানোর লক্ষ্য
এই আন্তর্জাতিক কনফারেন্স ও অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হলো—
ই-কমার্সসহ উদ্ভাবনী ব্যবসা উদ্যোগকে উৎসাহিত করা,
কার্যকর ও দূরদর্শী নেতৃত্বকে সম্মান জানানো,
ব্যবসায়িক উৎকর্ষ ও মান উন্নয়নকে তুলে ধরা,
এবং টেকসই ও ইতিবাচক সামাজিক ও অর্থনৈতিক অবদানকে বিশ্বদরবারে আলোকিত করা।
এই আয়োজনের মাধ্যমে বৈশ্বিক অনলাইন ব্যবসা ও কর্পোরেট খাতে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা উদ্যোক্তা, সংগঠন ও ব্র্যান্ডসমূহকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
২১টি ক্যাটাগরিতে প্রদান করা হবে সম্মাননা
এ বছর মোট ২১টি ক্যাটাগরিতে Global Iconic Leadership Award প্রদান করা হবে।
উল্লেখযোগ্য ক্যাটাগরির মধ্যে রয়েছে—
সেরা উদ্যোক্তা অবদান,
সেরা উদীয়মান উদ্যোক্তা (Startup),
সেরা ব্যবসায়িক নেতৃত্ব (CEO/MD/Chairman),
সেরা নারী উদ্যোক্তা,
সেরা সামাজিক ব্যবসা উদ্যোগ,
সেরা উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়া,
সেরা টেকসই ব্যবসা (Green & Sustainable Business),
সেরা ডিজিটাল ট্রান্সফরমেশন (IT/Tech),
সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম,
সেরা রপ্তানি অবদান (Export Excellence),
সেরা ব্র্যান্ড বিল্ডিং ও মার্কেটিং স্ট্রাটেজি,
সেরা CSR কার্যক্রম,
সেরা উৎপাদন ও শিল্পখাত অবদান,
সেবা খাতে সেরা প্রতিষ্ঠান,
সেরা আন্তর্জাতিক ব্যবসায়িক অবদান (Global Impact Award),
সেরা তরুণ ব্যবসায় নেতৃত্ব,
ফাইন্যান্স ও ব্যাংকিং ইনোভেশন,
শিক্ষা ও প্রশিক্ষণ উদ্যোগ,
স্বাস্থ্যসেবা উদ্যোগ,
সমাজসেবা এবং
লাইফটাইম অ্যাচিভমেন্ট ইন বিজনেস।
আন্তর্জাতিক অংশগ্রহণ ও যোগাযোগ
আয়োজনে দেশ-বিদেশের খ্যাতনামা উদ্যোক্তা, কর্পোরেট লিডার, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
আগ্রহীরা বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের জন্য যোগাযোগ করতে পারেন—
WhatsApp: +91 8274097925, +88 01623-884174, +88 01511-118241, +88 01711-118241
Website: www.gybif.com
Email: gybif2020@gmail.com
বিশ্বব্যাপী ব্যবসায়িক নেতৃত্ব, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে সম্মান জানানোর এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানসমূহ নিজেদের সাফল্যকে বৈশ্বিকভাবে তুলে ধরার এক অনন্য সুযোগ পাবেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি