সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ ডিসেম্বর ২০২৫ : পর্যটন শহর ও চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে আধুনিক ও মানসম্মত দন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করলো নতুন ডেন্টাল সেন্টার ‘প্লাটিনাম ডেন্টাল’। এর মাধ্যমে শ্রীমঙ্গলবাসীসহ আশপাশের উপজেলার মানুষের জন্য উন্নত দন্ত চিকিৎসা আরও সহজলভ্য হলো।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের সোনালী মার্কেট গেইটের বিপরীতে অবস্থিত এলাহি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ডেন্টাল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গ্রীনলিফ ইনোভেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দাশের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. প্রদীপ লাল বনিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের একমাত্র সাশ্রয়ী, আধুনিক, দীর্ঘস্থায়ী সিলিং ফ্যান ও অন্যান্য ইলেকট্রিকস সামগ্রী তৈরির কারখানা “গ্রীনলিফ ইনোভেশন লিমিটেড”-এর চেয়ারম্যান এবং সাপ্তাহিক আলোকন পত্রিকার প্রকাশক হুমায়ুন কবীর চৌধুরী রিপন, ফারিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডা. শ্রী অমিতাভ দাশ, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রদীপ লাল বনিক বলেন,
“দন্ত চিকিৎসা মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শ্রীমঙ্গলের মতো একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল শহরে আধুনিক ডেন্টাল সেন্টার স্থাপন নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে স্থানীয় জনগণ উন্নত চিকিৎসা সেবা হাতের কাছেই পাবেন।”
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার মানুষকে উন্নত দন্ত চিকিৎসার জন্য সিলেট কিংবা ঢাকামুখী হতে হতো। এতে সময়, অর্থ ও ভোগান্তি বেড়ে যেত। প্লাটিনাম ডেন্টালের যাত্রা শুরু হওয়ায় সেই দুর্ভোগ অনেকাংশে কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্লাটিনাম ডেন্টালে আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে উন্নতমানের ডিজিটাল এক্স-রে সুবিধা, রুট ক্যানাল চিকিৎসা, ব্রেসিস, স্কেলিং, ক্রাউন ও ব্রিজ স্থাপন, শিশুদের দন্ত চিকিৎসা, দাঁত সৌন্দর্যবর্ধন (কসমেটিক ডেন্টিস্ট্রি)সহ সকল ধরনের আধুনিক দন্ত চিকিৎসা।
এছাড়া রোগীদের জন্য পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ, প্রশিক্ষিত ও অভিজ্ঞ চিকিৎসকদের সেবা এবং সাশ্রয়ী ব্যয়ে চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডা. শ্রী অমিতাভ দাশ।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো শ্রীমঙ্গলের সাধারণ মানুষকে আন্তর্জাতিক মানের দন্ত চিকিৎসা সেবা তাদের সাধ্যের মধ্যে প্রদান করা। রোগীদের সন্তুষ্টিই আমাদের প্রধান অগ্রাধিকার।”
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, প্লাটিনাম ডেন্টালের মাধ্যমে শুধু শ্রীমঙ্গল নয়, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগরসহ পার্শ্ববর্তী উপজেলার মানুষও উপকৃত হবেন। এতে করে বড় শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে এবং স্বাস্থ্য খাতে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি