সীমিত পরিসরে উদযাপন করতেই হলো

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

সীমিত পরিসরে উদযাপন করতেই হলো

Manual4 Ad Code

|| শোয়াইব জিবরান || ২৯ জুলাই ২০২০: জায়সি জিবরানের জন্মদিনের সকল আয়োজন বাদ দেয়ার চিন্তা করেছিলাম, করোনার কারণে। কিন্তু শেষ অবধি পারা গেল না। সীমিত পরিসরে উদযাপন করতেই হলো। প্রথমত তিনি বিগত তিনমাস ধরে সিনিয়র জিবরান বা বোন এথিনার ল্যাপটপ ধার দেনা করে অনলাইন ক্লাশ অত্যন্ত অত্যন্ত কষ্ট ও সহিষ্ণুতার সহিত চালাইয়া যাইতেছিলেন। তিনি এ নিয়া মুলামুলি না করলেও আমাদেরই মন মানতেছিল না। আহা, বেচারা!

ফলত আজ একখানা ডেক্সটপ কিনে দেয়া গেল। সীমিত আকারে ব্যবহারের অনুমতিসহ- যেহেতু তিনার বয়স অখনতরি ১৮ হয় নাই।

Manual6 Ad Code

আর সন্ধ্যায় একটা পেস্ট্রি সংগ্রহ করা গেল। কিন্তু করোনা সংকটে কাউকেই ভাগীদার করা গেল না।

Manual3 Ad Code

সারা দিন ধরে ফেসবুক দেশে আর বাস্তবে যাঁরা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন- সকলকে শ্রদ্ধা ও ভালাবাসা সিনিয়র-জুনিয়র জিবরান দু’জনায়ই জানাইতেছেন।

Manual2 Ad Code

#

Manual5 Ad Code

শোয়াইব জিবরান
ফেসবুক স্ট্যাটাস
২৮ জুলাই ২০২০

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code