কাঁচের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে আপনি রিস্ক ফ্রি হলেও  ..! !?

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

কাঁচের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে আপনি রিস্ক ফ্রি হলেও  ..! !?

Manual7 Ad Code

|| অপূর্বা মুনা || বাড্ডা থেকে (ঢাকা), ০৬ সেপ্টেম্বর ২০২০ : কাজ করতে করতে ঠাস করে হাত থেকে পড়ে গেলো একটা কাঁচের জার, বাটি বা গ্লাস ..!! দ্রুত পরিষ্কার করতে হবে। ছোট্ট বাবুর বাসা। একটা ক্ষুদ্র কাঁচের কণা ও ফ্লোরে থাকা চলবেনা। চটজলদি ঝাড়ু আর ডাস্টপ্যান দিয়ে সব কাঁচের টুকরো তুলে ফেললাম ডাস্টবিনে .. যাক শান্তি ..!! বাবুর জন্য আর রিস্ক নেই।

  এখানেই শেষ??
মোটেই না।
আপনার ফেলা কাঁচের টুকরো গুলো ডাস্টবিনে ফেলে আপনি রিস্ক ফ্রি হলেও যারা প্রতিদিন আমাদের বাসার সকল প্রকার বর্জ্য পদার্থ পরিষ্কার করে নিয়ে যায় তাদের জন্য এটা কতটা রিস্কি একবার ভেবে দেখেছেন?

Manual7 Ad Code

তারা ময়লা নেয়ার সময় হাতে গ্লাভস ব্যবহার করেনা। খালি হাতেই ময়লা গুলো বাছাই করে। একটা কাঁচের টুকরো হাতে গেথে গেলে কতটা রক্তপাত হবে ভাবতে পারেন?

আমি সবসময়ই কাঁচভাঙা, ভাঙা ছুড়ি-কাঁচি, পুরোনো ধারালো কোনো জিনিস ফেলার সময় মোটা কাগজে পেঁচিয়ে তারপর এরকম কাপরের শপিং ব্যাগে ভরে তারপর উপরে লিখে স্কচটেইপ দিয়ে লাগিয়ে দেই। যাতে তারা এগুলো ধরার সময় অন্তত কোনো এক্সিডেন্ট না হয়।

Manual2 Ad Code

হঠাৎ মনে হলো আমার ক্ষুদ্র ভাবনা টা সবার শেয়ার করি।
অনেকেই হয়তো এভাবে মেনটেইন করেন। আমার পোস্টটি যারা এটা খেয়াল করেন না তাদের জন্য। ?

Manual2 Ad Code

আমি বাড্ডা থেকে অপূর্বা।
ফাউন্ডার অফ Snappy Snacks.

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ