ফয়সাল এ সিকদারের ১ম মৃত্যুবার্ষিকী অাজ

প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২০

ফয়সাল এ সিকদারের ১ম মৃত্যুবার্ষিকী অাজ

স্টাফ রিপোর্টার || ঢাকা, ০১ নভেম্বর ২০২০ : “নয়নসমুখে তুমি নাই

নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই
অাজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল”ফয়সাল এ সিকদারের ১ম মৃত্যুবার্ষিকী অাজ।

ফয়সাল এ সিকদারের ১ম মৃত্যুবার্ষিকীতে উইমেন এন্ড ই-কমার্স ফোরামের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামানের পক্ষ থেকেও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ