উই এর পরিচিত এবং এক্টিভ কিছু সদস্যদের মোট সেলস আপডেট ৩০,৫০,৬৯০ টাকা

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

উই এর পরিচিত এবং এক্টিভ কিছু সদস্যদের মোট সেলস আপডেট ৩০,৫০,৬৯০ টাকা

Manual1 Ad Code

প্রিমা তাসনিম প্রিমা || ঢাকা, ১৫ নভেম্বর ২০২০ : উই থেকে ৩০ লাখ ৫০ হাজার ৬৯০ টাকার সেলস আপডেট।

জ্বি ঠিক ই পড়ছেন।
উই এর পরিচিত মুখ এবং এক্টিভ কিছু সদস্যদের মোট সেলস আপডেট দাড়িয়েছে ৩০,৫০,৬৯০ টাকা।
এর মধ্যে ৯০% হ্যান্ড পেইন্ট এর সেল।
আসুন জেনে নিই এখানে কার কার আপডেট রয়েছে।

সুমী আফসানা আপুর শুধু মাত্র হাতে আঁকা পোশাক এর আপডেট ৫,৯১,১৭০ টাকা এবং
ডিজিটাল প্রিন্ট  ২,১৬,৯০০ টাকা।
সর্বমোট ৮,০৮,০৭০ টাকা। উদ্যোগের নাম গুটিপোকা।

অতন্দ্রিলা আয়শি এর উদ্যোগের নাম  দাঁড়কাক ।
হ্যান্ড পেইন্ট এর পোশাক এর সেল ৫২৫০০/- টাকা।

Nusrat Zahan এর্ উদ্যোগের নাম- শৌখিন ছবিঘর ক্যানভাস পেইন্টিং এর টোটাল সেল ১০১৯০০ টাকা।

Kashema Reme আপুর উদ্যোগের নাম গ্যালেরিয়া বাংলাদেশ।
হ্যান্ড পেইন্ট এর পোশাক এর মোট সেল ২,২৮,০৭০ টাকা।

Mt Rokeya Akhter এর হ্যান্ড পেইন্ট এর মোট সেল  ৪২৬৯০টাকা। উদ্যোগের নাম charukrit

Oyshe Tabassum এর উদ্যোগের নাম কাঠমুকুট।
রাজশাহী সিল্ক এবং হ্যান্ড পেইন্ট পোশাক এর মোট সেল ৫,৫০,০০০ টাকা।

Saima Zahid Neeti এর উদ্যোগ এর নাম নবনীতি।হ্যান্ড পেইন্ট পোশাক এর মোট সেল ১,১৫,০০০ টাকা।

Manual2 Ad Code

Lubna Nafir এর উদ্যোগের নাম- মৈথিলী ।হ্যান্ড পেইন্ট এর পোশাক এর মোট সেল ৩০,০০০ টাকা এবং কুর্তি ও শাড়ি মিলে টোটাল ৩,১২,৬১০ টাকা।

Aruba Tasnim Orthy এর উদ্যোগের নাম অরিন্দা ।হ্যান্ড পেইন্ট এর পোশাক এর মোট সেল ২ লাখ টাকা।

Manual4 Ad Code

আফসানা আঁখি এর উদ্যোগের নামঅতন্দ্রিতা ক্রাফট।
হ্যান্ড পেইন্ট এর মোট সেল ৪৬২২০টাকা

প্রিমা তাসনিম (আমার) ,উদ্যোগের নাম prim’s paintings and krypton fashion ।হ্যান্ড পেইন্ট,ক্যানভাস পেইন্টিং ও হাতের কাজের পোশাক এর মোট সেল ৬,০০,০০০ টাকা।
শুধু হ্যান্ড পেইন্ট এর সেল ৪৫০,০০০ এর মতো।

Bushra Masrura এর উদ্যোগের নাম  চিত্রন আঙিনা।হ্যান্ড পেইন্ট এর মোট সেল  ১৬,৬১০ টাকা।

Marium Islam Aurna এর উদ্যোগের নাম  সুচারু।সূতার কাজের গহনা  ও হুপ এম্ব্রয়ডারিএর মোট সেল ৫৭১১০ টাকা।

আলহামদুলিল্লাহ অনেক অভিনন্দন প্রত্যেক সদস্য কে।

আমরা Fauzia Sultana Daizy আপু Aksa Hoimo আপুসহ অন্যান্য অনেকের আপডেট এখনও হাতে পাইনি।
তবে রেগুলার যারা আমাকে আপডেট জানিয়েছেন আজকে তাদের টা পোস্ট করলাম।
আমরা জানি যে হাতে আঁকা একটি শিল্প।যা মুহুর্তে ই কোন আর্টিস্ট করে ফেলতে পারে না।
সময় ও শ্রম দিয়ে ধীরে সুস্হে একটি হ্যান্ড পেইন্ট এর কাজ করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।
আমরা এতোজন উদ্যোক্তা মিলে গত কয়েক মাস ধরে ৩০ লাখ টাকার উর্ধ্বে সেল করতে সক্ষম হয়েছি।
একা কাজ করতে গেলে কতটা কষ্ট করতে হয় তা সবাই আমরা ভালো করে জানি।
মানুষ কোন মেশিন না যে একদিনে ১০-২০ টা শাড়ি আঁকিয়ে ফেলবে।
তাই আমরা অবশ্যই হাতে আঁকা আর মেশিনে প্রিন্ট করা জিনিস গুলিয়ে ফেলবো না।
শিল্প কে সম্মান দিবো সবাই সেটাই কাম্য।

ইনশাআল্লাহ ভবিষ্যতে উই এর প্রত্যেক টা আর্টিস্ট এর উদ্যোগে আরো সফলতা আসবে।
সবাই এভাবেই পাশে থেকে উৎসাহ দিয়ে যাবেন।

Manual7 Ad Code

ধন্যবাদ।

Manual2 Ad Code

?প্রিমা?

Owner of
Krypton fashions

Prim’s paintings

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code