বিশ্বসাহিত্য কেন্দ্রের অনলাইন বইপড়া কর্মসূচি ‘আলোর পাঠশালা’

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মে ৩, ২০২০

Manual6 Ad Code

ঢাকা, ০৩ মে ২০২০: বিশ্বসাহিত্য কেন্দ্রের অনলাইন বইপড়া কর্মসূচি ‘আলোর পাঠশালা’ শুরু হয়েছে।

Manual6 Ad Code

বড় মানুষ, সম্পন্ন-মানুষেরাই শুধু পারে একটি বড় দেশ আর বড় জাতিকে গড়ে

বিশ্বসাহিত্য কেন্দ্র

তুলতে। আমাদের সামনে আগামীদিনের যে মহান বাংলাদেশ অপেক্ষমাণ তার সুযোগ্য নির্মাণের জন্য আজ আমাদের প্রয়োজন অনেক সমৃদ্ধ মানুষের। বিশ্বসাহিত্য কেন্দ্র মানবসভ্যতার শ্রেষ্ঠ বইগুলো নিয়মিত পড়ানোর ভেতর দিয়ে দেশের মানুষের চেতনা জগৎকে বড় করে তোলার উদ্দেশ্যে নানান কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা জ্ঞানচর্চাকে সারাদেশের প্রতিটি অঙ্গনে ছড়িয়ে দিতে চাই। ভাল বইপড়ার মাধ্যমে সারা দেশের মানুষের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র নতুন নতুন উদ্যোগ গ্রহণ অব্যহত রেখেছে। তারই ধারাবাহিকতায় শুরু হচ্ছে অনলাইন বইপড়া কর্মসূচি। বর্তমানে হাতের নাগালে চলে এসেছে তথ্যপ্রযুক্তি, এর বহুমাত্রিক ব্যবহার ক্রমশ বাড়ছে। বই আর কেবল কাগজে ছাপা, বাঁধানো মলাট দেয়া পরিসরে সীমাবদ্ধ নেই। কাগজের বইয়ের পাশাপাশি ইলেকট্রনিক বা ই-বুক বা ডিজিটাল ভার্সনে বইপড়ার পাঠক সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। উন্নত বিশ্বে ই-বুক এখন বেশ জনপ্রিয়। আমাদের দেশে ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ই-বুক রিডার এবং সাম্প্রতিক সময়ের মোবাইল ফোনসেটগুলো ইলেকট্রনিক বই পড়াটাকে অনেক সহজ করে দিয়েছে।
আপনার বন্ধুদের বইপড়া কর্মসূচি সম্পর্কে অবহিত করুন।

সাম্প্রতিক বইসমূহ

Manual7 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিব
শেখ রাসেল: কুঁড়িতেই ঝরে যাওয়া ফুল
বাংলাসাহিত্যের নির্বাচিত রম্যরচনা ও গল্প (১ম খন্ড)
ঠাকুরমার ঝুলি

দীপু নাম্বার টু
রাউন্ড দ্যা ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ
বঙ্গবন্ধু থেকে দেশরত্ন
মুক্তিযুদ্ধের কিশোর গল্প

‘আলোকিত মানুষ চাই’-এই শ্লোগান নিয়ে অনলাইন বইপড়া কর্মসূচি ‘আলোর পাঠশালা’ সম্পর্কে বলতে গিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্রীমঙ্গল শাখার সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, “বিশ্বসাহিত্য কেন্দ্র কোনো গৎ-বাঁধা, ছক-কাটা, প্রাণহীন শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং একটি সপ্রাণ সজীব পরিবেশ- জ্ঞান ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে পূর্ণতর মনুষ্যত্বে ও উন্নততর আনন্দে জেগে ওঠার এক অবারিত পৃথিবী। এক কথায়, যাঁরা সংস্কৃতিবান, কার্যকর, ঋদ্ধ মানুষ- যাঁরা অনুসন্ধিৎসু, সৌন্দর্যপ্রবণ, সত্যান্বেষী; যাঁরা জ্ঞানার্থ, সক্রিয়, সৃজনশীল ও মানবকল্যাণে সংশপ্তক ‘বিশ্বসাহিত্য কেন্দ্র; তাঁদের পদপাতে, মানসবাণিজ্যে, বন্ধুতায়, উষ্ণতায় সচকিত একটি অঙ্গন।”

সদস্য হতে ক্লিক করুন:

Manual7 Ad Code

alorpathshala.org

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code