করোনা নাশে অসহায় মানুষের পাশে ওয়ার্কার্স পার্টির উদ্যোগকে সফল করতে এগিয়ে অাসুন

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মে ৪, ২০২০

Manual2 Ad Code

মৌলভীবাজার, ০৪ মে ২০২০: মৌলভীবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে অজস্র মানুষ আছেন যারা দিন আনে দিন খায়। আর করোনা ভাইরাস সংক্রমনের এই মহামারীর সময়ে এই মানুষগুলোর কাজ বন্ধ

করোনা নাশে অসহায় মানুষের পাশে ওয়ার্কার্স পার্টির উদ্যোগকে সফল করতে এগিয়ে অাসুন

Manual8 Ad Code

প্রায়। তাদের জমা টাকাো নাই যে তারা ঘরে বসে থেকে দিনাতিপাত করতে পারে। অনেকটা লক ডাউন পরিস্থিতিতে বাংলাদেশের কোটি কোটি মানুষের আয় রোজগারের পথ বন্ধ প্রায়।

Manual8 Ad Code

এমতাবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণে মানুষগুলো যদি বেঁচেও যায় কিন্তু ক্ষুধার যন্ত্রণা থেকে তাদের পরিত্রাণ নাই।
এমনকিছু মানুষও আমাদের সমাজে আছে যারা না পারবে খাবার কিংবা সাহায্য চাইতে, না পারবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে। এমন মানুষগুলোকেও চিহ্নিত করা প্রয়োজন। আমাদের চারপাশে প্রতিবেশীদের মাঝেই এমন অনেক পরিবার আছে। প্রত্যেকের কথা মাথায় রেখে আমরা আমাদের কর্মসূচী নিয়েছি @বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে।
আমাদের @বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পরিবারের অনেকে আছে যারা নিজ এলাকায় অবস্থান করছে, তারা নিজ নিজ এলাকায় সমন্বয় করে সাহায্য বিতরণ করবে।
কয়টা দরিদ্র প্রান্তিক পরিবার আছে তা চিহ্নিত করবে।
নির্ধারিত খাবারের প্যাকেজ অনুযায়ী নির্ধারিত এলাকার নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে ভিন্ন ভিন্ন এলাকায় সমন্বয় করে সাহায্য বিতরণ করা হবে।

আমাদের সাহায্যের প্যাকেজটিঃ

৭ কেজি চাল- ৩১৫ টাকা
২ কেজি আলু- ৫০ টাকা
১ কেজি ডাল- ১০০ টাকা
১ কেজি পেয়াজ- ৫৫ টাকা
১/২ কেজি লবন- ২০ টাকা
১ লিটার তেল- ১১০ টাকা
২ টা সাবান- ৫০ টাকা
——————————-
মোটঃ ৭০০ টাকা

এই ৭০০ টাকা একটা অসহায় পরিবারকে এক সপ্তাহের অনাহার থেকে রক্ষা করবে। এবং এইটা তখনই সম্ভব হবে যখন আপনারা সবাই সাহায্য করবেন নিজেদের সামর্থ্য অনুযায়ী। আপনারা আমাদেরকে সবসময়ই বিভিন্ন দুর্যোগে অর্থ ও শ্রম দিয়ে, মানসিক শক্তি দিয়ে সাহায্য করেছেন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে। এইবারও সেই দাবী থেকেই বলছি আপনারা সাহায্য করুন যেন একটা মানুষও এই করোনা ভাইরাস সংক্রমণের সময়ে ক্ষুধায় রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে মারা না যায়। তারা যেন পরিবারসহ খেয়ে বেঁচে থাকতে পারে।

Manual5 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই করোনা চলাকালিন সময়ে সহায়তা প্রদান অব্যাহত আছে ও থাকবে।
তাই আপনাদের উপর ভরসা রেখেই আমরা সারাদেশের আরো গরীব দু:খী মানুশের পাশে দাড়াতে চাই।

আমাদের কাছে সাহায্য পাঠানোর নাম্বারঃ-

বিকাশ নাম্বারঃ-
01716599589 (Personal)
01716599589 (Personal)
01716599589′ (Personal)

ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারঃ-
Account Name- Syed Amiruzzaman
Account No- 0626101073413
Bank Name- Pubali Bank Limited, Sreemangal Branch

আমাদেরকে সাহায্য পাঠিয়ে অবশ্যই কমেন্টে কিংবা ইনবক্সে সাহায্যের অংকসহ রেফারেন্স নাম্বারটা পাঠাবেন।

If you want to donate from outside of Bangladesh use the following Bank:
Account Name- Syed Amiruzzaman
Account No- 0626101073413
Bank Name- Pubali Bank Limited, Sreemangal Branch, District – Moulvibazar, Bangladesh.
Cellphone :+8801716599589

Manual7 Ad Code

সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সকলের কল্যাণ হোক।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code