তার থেকেই কিনি যাকে আমরা চিনি!

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

তার থেকেই কিনি যাকে আমরা চিনি!

Manual3 Ad Code

আফসানা সুমী || ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২১ : উই এর স্লোগান মনে আছে তো সবার? কেনাকাটায় পরিচিতজনরা আপনাকে ঠকাবে না। যে উই এর এক্টিভ মেম্বার, সে কিন্তু আপনাকে ভুলভাল পণ্য দেওয়ার আগে চিন্তা করবে! তার রেপুটেশন নিয়ে সে চিন্তা করবে।

Manual1 Ad Code

উই এখন অনেক বড় একটা গ্রুপ, উই থেকে কিনে এই সমস্যা সেই সমস্যা অনেকেই বলেন! উই এর সুনামকে কাজে লাগিয়ে অনেকেই মিথ্যার আশ্রয় নিয়ে বড় হতে চাইবে সন্দেহ নেই। বিডেশি পণ্যকে দেশি বলা, সোর্সিং করা পণ্যকে নিজের কাজ বলা, নিম্নমানের পণ্য, অন্য পেইজের ছবি ব্যবহার করে  সেটা তার কাছে আছে দাবি করা এমন অনেক কিছুই ঘটবে। গ্রুপ কিন্তু গোয়েন্দা গ্রুপ না, পুলিশি তৎপরতাও নেই এখানে। চাইলেই মডারেটরদের পক্ষে এসব ধান্দাবাজি ধরে ফেলা পসিবল না।

তাই ক্রেতাকে সচেতন হতে হবে। রিভিউ দেখে, গ্রুপে এক্টিভিটি দেখে কিনুন। পরিচিত মুখ দেখে কিনুন। তার কাছ থেকে কিনেছেন এমন কারও কাছ থেকে একটু জেনে নিন সব ঠিক ছিল না! এরপর কষ্টে অর্জিত টাকা ব্যয় করুন 🙂

Manual8 Ad Code

আফসানা সুমী ???
স্বত্তাধিকারী : ? গুটিপোকা  ও ❤ ব্যাড হ্যাবিট

Manual1 Ad Code

অঙ্গে জড়ানো ক্যানভাসে আকিঁ রঙবেরঙের স্বপ্ন ? ? ? ? ? ?

“এই পন্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি  পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ