সর্বস্তরের জনসাধারণের জন্য সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা চালুর প্রস্তাব দিলেন ড. মইনুল ইসলাম

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

সর্বস্তরের জনসাধারণের জন্য সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা চালুর প্রস্তাব দিলেন ড. মইনুল ইসলাম

Manual2 Ad Code

মন্ট্রিয়াল (কানাডা), ০৭ জুন ২০২০ : বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের জন্য কার্যকর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম।

করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে মুত্যুর হার তুলে ধরে বলেন, যে সব দেশে কার্যকর অর্থে গণমুখী চিকিৎসা ব্যবস্থা বিদ্যমান সেই সব দেশেই মহামারীতে কম মানুষ মারা গেছে। বাংলাদেশেরও সর্বজনীন স্বাস্থ্য সেবা চালুর কোনোা বিকল্প নেই।

কানাডার নতুনদেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঙ্গে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক খাত নিয়ে ফেসবুক লাইভ আলোচনায় ড. মইনুল ইসলাম এই মতামত তুলে ধরেন।

Manual1 Ad Code

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মইনুল ইসলাম দেশের চিকিৎসা ব্যবস্থাকে বাজারীকরণ করা হয়েছে বলে মন্তব্য করে বলেন, আমাদের স্বাস্থ্যখাতের যে কি দূরাবস্থা সেটা এবারের করোনা মহামারীর সময় প্রমাণ হয়ে গেছে।

মুক্তবাজার অর্থনীতির আফিম গিলে স্বাস্থ্যখাতকে আমরা বাজারীকরণ করে ফেলেছি। আমরা ধনাঢ্য ব্যক্তিদের জন্য উচ্চ মধ্যবিত্তের জন্য, মধ্যবিত্তের জন্য অত্যন্ত বড় বড় হাসপাতাল করেছি, বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক করেছি কিন্তু সরকারিখাতের হাসপাতালগুলোর মরনাপন্ন অবস্থা।
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলেছে উন্নয়ন সহযোগি সংস্থাগুলোও মন্তব্য করেছে।

Manual1 Ad Code

দেশের করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর প্রসঙ্গ তুলে বলেন, সরকার কেবলমাত্র পরীক্ষা হওয়া নাগরিকদের তথ্যের ভিত্তিতে আক্রান্ত এবং মৃতের হিসাব প্রকাশ করছে। এর বাইরে অনেক বেশি মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু সেগুলো প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি সরকার যতোটুকু বলছে তার চেয়ে যে খারাপ নয় সেটা কিন্তু বলা ঠিক হবে না। অত্যন্ত বড় ধরনের সংকটের ভেতর দিয়ে যাচ্ছে দেশ।

স্বাস্থ্য ব্যবস্থার বাজারীকরণের কারণে জনগণ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করে অর্থনীতিবিদ মইনুল হোসেন বলেন, করোনা মোকাবেলায় ভারতের কেরালা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছে।

Manual5 Ad Code

স্বাস্থ্য ব্যবস্থার বাজারীকরণের কারণে জনগণ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করে অর্থনীতিবিদ মইনুল হোসেন বলেন, করোনা মোকাবেলায় ভারতের কেরালা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছে। তারা কিন্তু ভালো করছে। কিউবা সারা বিশ্বকে চিকিৎসক সরবরাহ করছে। ভিয়েতনামে তেমন মারা যায়নি বলা চলে। এই সব দেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা (ইউনির্ভাসেল হেলথ কেয়ার) চালু আছে বলেই অত্যন্ত সফলভাবে তারা করোনা মাহামরী মোকাবেলা করতে পেরেছে।

Manual4 Ad Code

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা ব্যবস্থা। অথচ করোনাভাইরাসে আমেরিকায় বিপুল সংখ্যক নাগরিক মারা গেছে। বাজারীকরণের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code