সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২১
পূরবী সরকার || ঢাকা, ০৩ এপ্রিল ২০২১ : ঐতিহ্য ও আভিজাত্যের এক অনবদ্য মেলবন্ধন রাজশাহী সিল্ক শাড়ি। রাজশাহী সিল্কের একটি অন্যতম প্রধান শাড়ি হচ্ছে মসলিন। বর্তমানে মসলিন শাড়ি খুব জনপ্রিয়তা পেয়েছে। রাজশাহী সিল্কের আরো একটি অন্যতম শাড়ির ভ্যারাইটি মধ্যে রয়েছে মটকা শাড়ি। মটকা শাড়ির কাপড়ের কোয়ালিটি সুতি কাপড়ের মত। মসলিন ও মটকা শাড়ির সমন্বয়ে অসাধারণ হ্যান্ড পেইন্ট এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বেশ কিছু শাড়ি যা অবশ্যই গর্জিয়াস এবং ব্যতিক্রমধর্মী। ছবির এই শাড়িটা এমনই একটি এক্সক্লুসিভ শাড়ি।
“এবারের ঈদ হোক সিল্ক ঈদ” – আসুন আমরা উই এর এ শ্লোগানকে সফল করি।
ঘরে ঘরে সিল্ক শাড়ি আবার জনপ্রিয়তা পাক এই প্রত্যাশা করি।
Purabi Sarkar
ওনার অফ Arshi Business Center
“এই পণ্যের গুণগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করে এখানে এর পরিচিত পোস্ট করেছি। আমার এই পণ্যের দ্বায়ভার আমারই। ” উই” কতৃপক্ষ কোনো ভাবে এর ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত না এবং এর কোনো দ্বায়ভার বহন করে না।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D