দল ভাঙন, দলবদল ও সিপিবি: আর লালনের সেই অমোঘ বাণী

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

দল ভাঙন, দলবদল ও সিপিবি: আর লালনের সেই অমোঘ বাণী

কাজী মাহমুদুল হক সেনা | ঢাকা, ১১ নভেম্বর ২০২১ : আর যাই হোক বিভিন্ন দলত্যাগী কিছু সংখ্যক ব্যর্থ মানুষকে দলে ভিড়িয়ে সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন এবং জাতীয় রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারণে কোনো পরিবর্তন তো দূরের কথা প্রভাবও বিস্তার কর‍তে পারবে না। এই সক্ষমতা থাকলে সিপিবি অনেক কিছুই করতে পারতো। কিন্তু বাস্তবতা হলো সিপিবি এখন নিজেদের ঘরই তো রক্ষা কর‍তে বা সামাল দিতে পারছে না। সিপিবির এখন সময় হয়েছে লালনের সেই মহান বাণী থেকে শিক্ষা নেয়ার। “যে জন পরকে খেতে ভালবাসে সে জন খেতে খেতে আপন খায়।” অন্যথায় বিভিন্ন দল থেকে আগত দলত্যাগী ও দলের ভিতরে বহুধা বিভক্ত বিপ্লবীদের আত্মধ্বংসী খেলায় সিপিবি ভাঙনের নতুন ইতিহাস গড়বে। আর যারা বিভিন্ন সময়ে তথাকথিত নীতি-আদর্শের কথা বলে সিপিবিতে যোগ দিয়েছেন তাদের নিয়ে মন্তব্য করা নিষ্প্রয়োজন। কারণ দেশবাসীর কাছে এবং যে কর্মীরা আস্থা রেখে তাদের সাথে লগ্ন ছিলেন তাদের সবার কাছে তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। তাদের আস্থা এখন আস্থাহীনতায় পরিণত হয়েছে। তাদের মোহভঙ্গ হয়েছে। তবে দলত্যাগী ও ব্যর্থ মানুষদের শুধু বলবো পূর্বে যারা দল ভেঙে সিপিবিতে যোগ দিয়েছিলেন তাদের বর্তমান অবস্থান ও পরিণতির চিত্রটা অবলোকন করে নিবেন।

★পরিশীলিত ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি।

এ সংক্রান্ত আরও সংবাদ