বিএনপির প্রার্থী হওয়ায় জেলা যুবদল নেতা নজরুল ইসলাম জাহানের পদত্যাগ

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

বিএনপির প্রার্থী হওয়ায় জেলা যুবদল নেতা নজরুল ইসলাম জাহানের পদত্যাগ

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ সেপ্টেম্বর ২০২৫ : শ্রীমঙ্গল উপজেলা বিএনপিতে প্রার্থী হওয়ায় মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম জাহান স্বীয় পদ থেকে পদত্যাগ করেছেন। জেলা যুবদলের আরও চার নেতা পদত্যাগ করেন এবং সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে এ সকল পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজার জেলা যুবদলের শীর্ষ পর্যায়ের পাঁচ নেতার পদত্যাগের ঘটনায় জেলায় আলোচনার ঝড় উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির বিভিন্ন পর্যায়ে পদায়ন ও প্রার্থী হওয়ার কারণে তারা স্বীয় পদ থেকে অব্যাহতি নেন। বিষয়টি যুবদলের সাংগঠনিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

পদত্যাগ করেছেন জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম জাহান, সহ-সভাপতি সালাম আহমেদ জিতু, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম রেজা এবং তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহেল বক্স।

 এই পদত্যাগ?

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় এবং উপজেলা পর্যায়ে মনোনয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকায় উল্লিখিত নেতারা যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তাদের পদত্যাগপত্র গ্রহণ করে উক্ত পদগুলো শূন্য ঘোষণা করেছেন। এ সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষণ

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই পদত্যাগ দলীয় সাংগঠনিক রদবদলের অংশ। অনেক ক্ষেত্রে বিএনপির মূল রাজনীতিতে অভিজ্ঞ যুবদল নেতাদের অন্তর্ভুক্ত করার কৌশল হিসেবে বিষয়টি দেখা যেতে পারে। অন্যদিকে, জেলা যুবদলের নতুন পদপ্রত্যাশীদের মধ্যেও নড়াচড়া শুরু হয়েছে।

স্থানীয় প্রতিক্রিয়া

মৌলভীবাজার জেলা বিএনপি ও যুবদলের অভ্যন্তরে এ ঘটনাকে স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া হিসেবে দেখা হলেও সাধারণ কর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এ পদত্যাগ জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্বের উত্থানের পথ প্রশস্ত করবে।

দপ্তরের নিশ্চিতকরণ

যুবদল কেন্দ্রীয় দপ্তরের সহ-সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের স্বাভাবিক নিয়মেই পদত্যাগ গ্রহণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!