তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত জয়া আহসান

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত জয়া আহসান

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে ২০২৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এ প্রসঙ্গে জয়া আহসান এটিকে নিজের জন্য বড় সম্মান ও দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন এবং আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

জানা গেছে, আগামী দুই বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে থাকবেন জয়া। ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন।

২০২২ সালে প্রথমবার ইউএনডিপির সঙ্গে শুভেচ্ছা দূতের যাত্রা শুরু করেছিলেন তিনি। তারপর থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) নিয়ে সচেতনতা তৈরিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন তিনি।

পরে দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন। এবার তৃতীয় মেয়াদে চুক্তি নবায়ন করেছে ইউএনডিপি।
বরাবরের মতো তৃতীয় মেয়াদে শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জয়া। অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘ইউএনডিপির সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

নতুন মেয়াদে দায়িত্ব পালনের অঙ্গীকার জানিয়ে জয়া আহসান বলেন, “আমরা জানি, এসডিজি অর্জনের জন্য হাতে আছে মাত্র পাঁচ বছর। তাই এখনই সময় একসাথে এগিয়ে যাওয়ার। এটা শুধু আমার একার দায়িত্ব নয়—এটা আমাদের সবার যৌথ প্রতিশ্রুতি। আমি বিশ্বাস করি, আমরা চাইলে মিলেমিশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, ন্যায্য ও টেকসই সমাজ গড়ে তুলতে পারব।”

ইউএনডিপির কর্মকর্তারা মনে করছেন, জয়া আহসানের মতো জনপ্রিয় শিল্পীর অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বিস্তারে ইতিবাচক প্রভাব ফেলবে।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘জয়া আহসানকে আবারও শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি।

আমি আশা করছি তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে নাগরিকদের আরও কাছে নিয়ে যাবে।’
এদিকে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ভারতে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার মা’ সিনেমায়। এ ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিটিতে আরো অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!