দিন দিন বদলে যাচ্ছে খাদির চিরায়ত চেহারা

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

দিন দিন বদলে যাচ্ছে খাদির চিরায়ত চেহারা

Manual1 Ad Code

।।|| সুমাইয়া শ্রাবণী ||।। কুমিল্লা, ২৭ জুন ২০২১ : ?খাদি রেইনবো শাড়ি। দিন দিন বদলে যাচ্ছে খাদির চিরায়ত চেহারা। অমসৃণ থেকে মসৃণ হচ্ছে টেক্সচার।? মোটিফ, প্যাটার্ন ও রং সবকিছুতেই ঐতিহ্যের ছোঁয়া।? শীত, গ্রীষ্মসব ঋতুতেই পরা যাচ্ছে খাদির পোশাক। ❤️আটপৌরে সাজ থেকে পার্টি সবখানেই মানিয়ে যায় খাদির পোশাক।

Manual5 Ad Code

খাদি রেইনবো শাড়িটাও তেমনি ?এক দেখাতেই যে কারো মন ছুয়ে যাবে।??

Manual8 Ad Code

সুমাইয়া শ্রাবণী
কুমিল্লা থেকে কাজ করছি
ওনার অফ-Follow Me

এই পণ্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে
সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি  পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা”

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ