অল্প সময়ের মধ্যে কিভাবে এত সেল হল?

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১

অল্প সময়ের মধ্যে কিভাবে এত সেল হল?

Manual6 Ad Code

।| নাশিদ নিকিতা।| ঢাকা, ০৯ জুলাই ২০২১ : আমার লাখপতি হওয়ার সাপোর্ট। ?

উইতে শাড়ী নিয়ে কাজ শুরু করেছি প্রায় ১৩ মাস হতে যাচ্ছে। সেল আপডেট গিয়ে দাঁড়িয়েছে ৩৩,৭৫,৮০০ টাকা (তেত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার আটশত টাকা)।আলহামদুল্লিলাহ, কি পরিমান কষ্ট করতে হয়েছে সেটা একেকটা ইতিহাস।এর মধ্যে শাড়ীর জন্য যে সাপোর্ট আর ভালোবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবেনা।
সেল করার চাইতেও বড় প্রাপ্তি এমন কিছু কাস্টমার পেয়েছি।  শুভাকাঙ্ক্ষী পেয়েছি যারা একদম আপন হয়ে গেছে। ?
আমি কেন এত রাত জাগি, কেন ঠিক টাইমে খাওয়া দাওয়া করিনা, কেন এত ব্যস্ত থাকি এগুলা নিয়ে আমাকে রীতিমতো ইনবক্সে বকা দেয়। ❤
বুঝতেই পারছেন কতোটা আপন হলে এরকম করে। শুধু একজন না। এরকম বেশ কয়েকজন আছে যাদের সাথে এই উই থেকেই পরিচয়। আমিও তাদের কাস্টমার হয়েছি।

অথচ সবাই অদেখা মানুষ, আমরা কেউ কাউকে পার্সোনাল ভাবে চিনিনা, দেখা হয়নি। কিন্তু সবাই কতোটা আপন, অনেক কৃতজ্ঞতা
Nasima Aktar আপুর প্রতি পরিবারের মত একটা গ্রুপ পরিচালনার জন্য ❤

Manual2 Ad Code

আমার কাছে অনেকেই জিজ্ঞেস করে এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত সেল হল ???????????
সবাইকেই বলি, শুধু কাজ করে গিয়েছি। আর বিশ্বাস রেখেছি আমার কাস্টমারদের উপর। কাস্টমার ডিলিংস অনেক জরুরী।

ব্যবসা শুধু কেনা বেচার মধ্যেই সীমাবদ্ধ না। আপনি যত বেশি আপনার কাজের সাথে আন্তরিক হবেন, আপনার কাস্টমারকে ভালবাসবেন, ধৈর্য নিয়ে লেগে থাকবেন, দেখবেন আপনার পরিশ্রম আপনাকে ফেরাবেনা।

Manual2 Ad Code

কথা দিচ্ছি সফল হবেন, আমি প্রমান পেয়েছি এবং পাচ্ছি.

নাশিদ নিকিতা
ধানমণ্ডি এরিয়া প্রতিনিধি
কাজ করছি  শাড়ী, কুর্তি নিয়ে
ওনার অফ “কাব্য কন্যা

Manual7 Ad Code

“এই পণ্যের গুনগত মান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই” কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করে না।”

Manual6 Ad Code