এবস্ট্রাকট হ্যান্ডপ্রিন্ট গুলোতে কেমন যেন একটা মায়া আছে

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

এবস্ট্রাকট হ্যান্ডপ্রিন্ট গুলোতে কেমন যেন একটা মায়া আছে

Manual2 Ad Code

সুমাইয়া || ঢাকা, ৩০ অক্টোবর ২০২০ : চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে?

Manual7 Ad Code

হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে
?
এটা কদম। কিন্তু এব্স্ট্র‌্যাক্ট। এবস্ট্র্যাক্ট মটিফ হচ্ছে প্রাকৃতিক বা বাস্তব আকৃতি থেকে বিচ্যুত।
ছোট বেলার বই এ এই কবিতা গুলোতে যেরকম হাতি ঘোড়া, কদম আঁকানো থাকত তেমন ই।  এই ধরণের
এবস্ট্র‌্যাক্ট হ্যান্ডপ্রিন্ট গুলোতে কেমন যেন একটা মায়া আছে। ফিরে যাই সেই শৈশব এ। ??

Manual5 Ad Code

সুমাইয়া

Manual1 Ad Code

শাড়ি: Silken

এ সংক্রান্ত আরও সংবাদ