একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ

Manual2 Ad Code

সামিয়া ফারাহ্ || ঢাকা, ১৩ নভেম্বর ২০২০ : “একটা ছিল সোনার কন্যা

Manual6 Ad Code

মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ”।
আসছে শীত। তার সাথে শুরু হয়ে গেছে বিয়ে শাদী সহ নানান রকম প্রোগ্রামের প্রস্তুতি।
দেশীয় পোশাক এর ডিজাইনার হিসেবে আমিও শুরু করে দিয়েছি আমার কালেকশান এর কাজ। এইবার পার্টি কালেকশন এর প্রথম এক্সক্লুসিভ জামদানী কাজের মুসলিন শাড়ি টি পরেছেন আমার বন্ধু মেহের আফরোজ শাওন।
শাওন এমনিতেই মায়াবতী তার উপর শাড়ি তে তাকে লাগে চমৎকার। যে কেন শাড়ি গায়ে জড়ালেই মনে হয় যেন এই শাড়ী তার জন্যই করা হয়েছে।
বন্ধু হবার কারনে তাকে আমি প্রায়শই কাস্টমাইজড শাড়ী করে দেই তার পছন্দ অনুযায়ী। এবং সেই সব শাড়ি তে সে হয়ে ওঠে অনন্য।

SAMIA FARAH
Owner and Designer of
Farah’s World
Director( working committee) and moderator of WE
( Women and E-commerce Forum)

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ