সিলেট ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
ঢাকা, ১৬ নভেম্বর ২০২০: অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া (১৬-২৪ বছর বয়স) কিছু সংখ্যক ভলান্টিয়ার আবশ্যক। চাইল্ড রাইটস ভলান্টিয়াররা যে সকল সুযোগ সুবিধা পাবে-
-শিশু সুরক্ষায় কাজ করার ক্ষেত্রে এএসডি থেকে ভলান্টিয়ার কার্ড পাবে;
-টি-শার্ট, ক্যাপ প্রদান এবং পরবর্তীতে সংস্থার কাজের কোন সুযোগ থাকলে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে।
-নিজ নিজ এলাকায় শিশু অধিকার এবং শিশু নির্যাতন সম্পর্কিত যে কোন প্রতিবেদন পাঠাতে পারবে যা পরবর্তীতে সংস্থা মনে করলে প্রকাশ করার পদক্ষেপ নিবে;
-শিশু অধিকার বিষয়ক বিভিন্ন দিবস উদযাপনে ভূমিকা রাখতে পারবে;
-শিশু অধিকার বিষয়ক স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবে;
-শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ পাবে;
-স্নাতক ও স্নাতকোত্তর ভলান্টিয়ারের নূন্যতম ৬ (ছয়) মাস সংযুক্ত থাকা সাপেক্ষে ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান করা হবে;
-সংস্থা থেকে ভলান্টিয়ারদের সনদ প্রদান করা হবে যা পরবর্তীতে তারা পেশাগত ক্ষেত্রে প্রদর্শন করতে পারবে।
আগ্রহীদের নিম্নোক্ত তথ্যসমূহ পূরণ করে ১৯ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে ইমেইলঃ asddchr@gmail.com অথবা সংস্থার asdngobd ফেসবুক পেইজে অনলাইন ফর্ম পূরণ করে অথবা এএসডি ডিসিএইচআর প্রকল্প অফিস, বাড়িা-২৯২, (৩য় তলা), সড়ক- ২, বায়তুল আমান হাউজিং, আদাবর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
নাম, মাতার নাম, পিতার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা বহির্ভূত অন্যান্য কার্যক্রম, শখ, বর্তমান ঠিকানা, বিভাগ, স্থায়ী ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল, কেন তুমি চাইল্ড রাইটস ভলান্টিয়ার হিসেবে কাজ করতে ইচ্ছুক?
ফর্ম লিংক: https://docs.google.com/forms/d/1_YgLOuzO6WUrVchZ9e0QemfVDBSvuswklp7aY7djheg/viewform?edit_requested=true&fbclid=IwAR3d69cSnT_OCt79lWIkpBSz6gD5YdwmyKeXxg7tyihh7WCkfuLUiCbByEM

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি