মসলিনের উপর মাছরাংগা শাড়িটা

প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

মসলিনের উপর মাছরাংগা শাড়িটা

Manual8 Ad Code

জান্নাত ই জিয়া || ঢাকা, ২১ নভেম্বর ২০২০ : এই মসলিনের উপর মাছরাংগা শাড়িটা আমার আঁকা! শাড়িটা অসমাপ্ত অবস্থায় ছিল অনেক দিন!দিন পনেরো আগে একজন ক্রেতা এই শাড়িটার অর্ডার কনফার্ম করলো!আমিও প্রফেশনালদের মত কাজ কমপ্লিট করে…. শাড়ি নগদ অর্থে ক্রেতাকে বুঝিয়ে দিলাম!!

সেই ক্রেতা ছিল,আমার কন্যাদের বাবা!!এবং শাড়িটা আমার জন্যই কেনা!(অর্ডার দেয়া -নেয়ার প্রসেসটা ছিল,একদম অন্য ক্রেতাদের মতই!)

Manual5 Ad Code

যাই হোক,আমি আর আমার বড়কন্যার জন্মদিন একই দিনে!তাই আমার শাড়ির সাথে মিলিয়ে,বড় কন্যার জামাটাও মসলিন কাপড়ে দিয়ে তৈরী করে একটা মাছরাংগা এঁকে দিলাম!

Manual3 Ad Code

হাতে আঁকা পোশাকের এই এক ম্যাজিক!এই পোশাক, অসংখ্য মানুষের ভীড়েও আপনার প্রতি সবার মুগ্ধতাকে আঁটকে দেবে!আর আপনাকে করে তুলবে অনন্যা!

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ