চলন বিলের মাছ কি খেয়ে দেখবেন না একবার

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

চলন বিলের মাছ কি খেয়ে দেখবেন না একবার

শুলি ইসলাম তালুকদার || ঢাকা, ২৬ নভেম্বর ২০২০ :??শীত ওয়েভ শুরু হল নিশী আপুর কথামতো। আমি নাটোরের মেয়ে,থাকি ঢাকায়। আমার ইশিনা গ্রোসারী এখন অর্ডারে ভরপুর! ?????

??এই শীতে নাটোরের হালতি বিল চলন বিলের মাছ কি খেয়ে দেখবেন না একবার!!!???

???বিলের ক‌ই,ট্যাংরা,পাতাসি,
বৌরাণী,পাবদা, বাঁশপাতা, চিংড়ি,টাকি,
শোল, বোয়াল, রিঠা,আইড়, বাইন, মলা, গুঁড়াচান্দা আর আছে বিলের একদম ফ্রেশ দেশী বিভিন্ন রকম মাছের শুঁটকি।

??????নাটোরের বিখ্যাত বিচি ওয়ালা সিম,বিলের মাছ,আমার বাড়িতে তৈরি খেজুরের গুড় এসব তো শীতে খাওয়ার জন্য সবাই তাইয়ে আছেন ,তাইনা!

এত এত খাবারের আইটেম,
মনে হয় যেন বলি

?শীত তুমি যেওনকো,
বলোনাকো কথা ওই গরমের সনে,,,,,??

?????সবাই রেডি হন নাটোরের শীতের শাকসবজি,নাটোরের তাহেরপুরের আঠালো আলু,চায়না সবুজ বেগুন আর লম্বা বেগুন ,যা সম্পূর্ণ ফরমালিনমুক্ত আর রাজহাস,দেশি পাতি হাস এগুলো খাওয়ার জন্য!!
?? ফোন‌ হারিয়ে যাওয়ায় সবরকমের ছবিও হারিয়ে গিয়েছে। এ সপ্তাহে গিয়ে আবার আনবো ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ