পারসোনাল ব্রান্ডিং হলো নিজের পণ্যের বিষয়ে সবাইকে জানানো

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

পারসোনাল ব্রান্ডিং হলো নিজের পণ্যের বিষয়ে সবাইকে জানানো

Manual1 Ad Code

নাজিফা রশনি || খুলনা, ২৯ নভেম্বর ২০২০ : গতপরশু উইতে একটা পোস্ট করেছিলাম, পোস্টে রিচ বেশি না হলেও উই গ্রুপ হতে আমার ৪র্থ ও ৫ম সেল হয়েছে। কালকের ২টা কেক সেল করে মোট টাকার পরিমাণ ১৩৫০ টাকা। আমি কিন্তু উই-এর অনেক বেশী একটিভ মেম্বারদের মধ্যে পড়িনা। তবুও পারসোনাল ব্র্যান্ডিং-এর উপকারটা নিজের চোখে দেখতে পেরে খুব ভালো অনুভব করছি। এখন আসি পারসোনাল ব্রান্ডিং কি?? অনেকেই কিন্তু পারসোনাল ব্রান্ডিং-এর ব্যাপারে ক্লিয়ার না। আসলে পারসোনাল ব্রান্ডিং হলো নিজের পণ্যের বিষয়ে সবাইকে জানানো … বেশী বেশী করে জানানো। এতে মানুষের কাছে আপনার পরিচিতি বাড়বে এবং আপনার পণ্য সম্পর্কে মানুষের সুস্পষ্ট ধারণা হবে কারন সব কথার শেষ কথা আমরা কিন্তু যাকে চিনি তার কাছ থেকেই কিনি। কি ভুল বল্লাম উইবাসী??

Manual6 Ad Code

#
আমি নাজিফা রশনি
খুলনার মেয়ে, কাজ করছি হোমমেড কাস্টমাইজ্ড কেক নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। পাশে থাকবেন ?

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ