ইনভেস্টমেন্ট

প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

ইনভেস্টমেন্ট

উম্মে সাহেরা এনিকা || ওয়ারী (ঢাকা), ১১ নভেম্বর ২০২০ : ইনভেস্টমেন্ট হলো এমন কিছু ক্রয় করা বা এমন কিছুতে অর্থ বিনিয়োগ করা যা একটি নির্দিষ্ট সময় পর লভাংশ সহ ফেরত আসবে।

আমরা সবসময় শুধুমাত্র অর্থই বিনিয়োগ করি না নিজের ব্যবসায়।সময়, জ্ঞান এবং নিজের শ্রম ও ব্যবসার একটি বড় বিনিয়োগ।এই সকল বিনিয়োগের সঠিক প্রয়োগের মাধ্যমে একটি ব্যবসা দাঁড় করানো সম্ভব।

ব্যবসায় বিনিয়োগ মাধ্যমে বেশ কিছু ধরন আছে,যেমনঃ

Seed Funding:
কোন বড় প্রতিষ্ঠান কোন ক্ষুদ্র প্রতিষ্ঠানকে অনেক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে, যা তাদের ফেরত দিতে হয় না।

Crowd Funding:

আইডিয়া একজনের কিন্তু বেশ কিছু লোক মিলে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন, তাদের অর্থের পরিমানের উপর শেয়ারের অংশ নির্ভর করে।

Angle Investor:

এক্ষেত্রে পরিবারের সদস্য নির্দিষ্ট অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসার অংশীদার হতে পারেন।

Debt Funding:

ব্যাংক,বীমা,এনজিও হতে যে বিনিয়োগ পাওয়া যায় / নেওয়া হয় সেগুলো এর আওতায় পরে।

উম্মে সাহেরা এনিকা।
সিইওঃ তেজস্বী।?

এ সংক্রান্ত আরও সংবাদ