১৭তম এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে মৌলভীবাজারে মাস্ক বিতরণ ও আলেচনাসভা

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

১৭তম এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে মৌলভীবাজারে মাস্ক বিতরণ ও আলেচনাসভা

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০২ ডিসেম্বর ২০২১: ”অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধি’ হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়ানো না আর, শতকোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব করিনা নি:স্ব’’- এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে ১৭তম এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর ২০২১) সকালে দিবসটি পালন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলায় কর্মরত এনজিও ফাউন্ডেশনের ১৩টি সহযোগী সংস্থা বিভিন্ন কর্মসুচি গ্রহণ করে। কর্মসুচির মধ্যে ছিল আলেচনাসভা, কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক বিতরণ ও কেক কাটা ইত্যাদি।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান দিবসটি পালন উপলেক্ষে কেক কেটে দিবসের শুভ সুচনা করেন।
পরে মৌলভীবাজারে জাতীয় মহিলা সংস্থার বেগম আইভি রহমান অডিটরিয়ামে জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
স্বাগত বক্তব্য দেন এনজিও সংস্থা এমসিডা’র সভাপতি ও দৈনিক হালচাল পত্রিকা’র শ্রীমঙ্গল প্রতিনিধি মিজানুর রহমান আলম।
শামছুজ্জামান সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমান, পৌর মহিলা কাউন্সিলর নাজমা বেগম, স্থানীয় এনজিও সংস্থা প্রসবিদের প্রধান নির্বাহী আজাদুর রহমান, এনজিও প্রতিনিধি মো: সাজ্জাদুর রহমান, আহসানউল্লাহ টিপু, জগদীস দত্ত এবং এম এ এইচ শাহীন।

এ সংক্রান্ত আরও সংবাদ