‘আব্দুল কাদের মোল্লা : যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি’ বইয়ের প্রকাশককে সম্মাননা প্রদান

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২২

‘আব্দুল কাদের মোল্লা : যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি’ বইয়ের প্রকাশককে সম্মাননা প্রদান

ঢাকা, ০৪ জুন ২০২২ : একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম মৃত্যুদন্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার অপরাধ ও বিচার নিয়ে ‘আব্দুল কাদের মোল্লা: যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি’ বইয়ের প্রকাশক শওকত হোসেন লিটুকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ৩০ মে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বাদশ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রকাশকের হাতে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর এম. সানাউল হক।
‘আব্দুল কাদের মোল্লা: যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি’ বইটি যৌথ ভাবে লিখেছেন সৈয়দ জাহিদ হাসান এবং সোনিয়া হক। ২০১৬ সালে বইটি প্রথম প্রকাশিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ