গল্পে গল্পে Parts of speech?

প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

গল্পে গল্পে Parts of speech?

Manual2 Ad Code

মুনজীরিন |

?
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন। তাদের বাড়ির নাম হল Sentence ভিলা। সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে। এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে। তবে তাদের কাজকর্ম এক না।

১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা। বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয়। Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে।

Manual5 Ad Code

৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা। তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া। খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা। মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ।
(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)

Manual7 Ad Code

৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায়।
(Sentence ➕ Sentence)

Manual2 Ad Code

৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে। সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

Manual3 Ad Code

এমন আরো পোস্ট পেতে রিকুয়েস্ট দিয়ে সাথেই থাকুন।।❤️

?আর মাত্র কিছুক্ষণ বাকি ?আজকেই শেষ দিন? শুধু আজ রাত ১২টা পর্যন্ত? 1250 টাকার কোর্স এখন 890 টাকায়!

?ভর্তি হওয়ার লিংকঃ https://cutt.ly/mwzkGpIa

? “ঘরে বসে Spoken English Course” এখন পাচ্ছেন মাত্র 890 টাকায়। তাহলে দেরি কীসের এখুনি রেজিষ্ট্রেশন করুন উপরে দেওয়া লিংক থেকে?

উপরে লিংকে ডুকে ভর্তি হয়ে যান এবং লিংকে ডুকে নিশ্চিত করুন ডিসকাউন্ট আছে কিনা!! ?

এ সংক্রান্ত আরও সংবাদ