তাপমাত্রা কমাতে নতুন থিম, অভিনন্দন বুশরা আফরিন

প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩

তাপমাত্রা কমাতে নতুন থিম, অভিনন্দন বুশরা আফরিন

জেসমিন সুলতানা |

বাঙ্গালি কলহ প্রিয়, সমালোচনা প্রিয়, বুঝে না বুঝে মন্তব্য করা জাতি।

বুশরা আফরিন আমাদেরই মেয়ে।কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ ও ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট স্টাডিজে পড়া লেখা করেন। পাশাপাশি ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পেও কাজ করেন।

বাংলাদেশে এসে দেশের বৃহত্তম এনজিও ‘শক্তি ফাউন্ডেশন’র ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন বুশরা।

পড়াশুনা শেষ করে বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন হিট অফিসার হিসেবে। তার নিয়োগদাতা কর্তৃপক্ষ আমেরিকান একটি সংস্থা তারা সাতটি দেশে নারীদের এ নিয়োগ দিয়েছেন।

মেয়েটির দোষ মেয়েটি উচ্চশিক্ষিতা, সুন্দরী অভিজাত ঘরের মেয়ে, তার বাবা মেয়র, জ্যাঠা বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি, আরেক চাচা আর্মি অফিসার। গা জ্বালা তো হতেই পারে।। যারা মেয়েটিকে নিয়ে নোংরা কথা লিখছেন, ট্রল করছেন তারা দয়া করে একটু খোঁজ নিয়ে নিজের যোগ্যতা যাচাই করুন।। মেধা, বুদ্ধি, বংশ মর্যাদা জ্ঞান গরিমায় ওর কাছাকাছি যাওয়ার যোগ্যতা আপনার আছে কিনা।
আবহাওয়া, প্রকৃতি পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের কারনে চীফ হিট অফিসার থিম এবং পদ দুটোই সারা বিশ্বে নতুন বাংলাদেশের জন্য একদমই নতুন, তাই এটাকে নিয়ে ট্রল না করে দেখুন না মেয়েটি দেশের জন্য কি করে।

আজকাল ছেলেমেয়েরা বিদেশ থেকে উচ্চ ডিগ্রী নিয়ে আর দেশ মুখী হয়না। দেশকে ভালবাসে বলেই সে দেশে ফিরে এসে নিজকে, মেধাকে দেশের কাজে লাগাতে চাচ্ছে। একজন মেয়রের মেয়ে বসেছে বলে আপনাদের গাত্রদাহ। ট্রল না করে দেখুন মেধাবী মেয়েটি কি করে।
ইতরামি বন্ধ করুন।

অভিনন্দন বুশরা আফরিন আপনাকে।

#

জেসমিন সুলতানা
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

এ সংক্রান্ত আরও সংবাদ