এক আনন্দময় সময় দিন কাটালাম শুক্রবার

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

এক আনন্দময় সময় দিন কাটালাম শুক্রবার

হুমায়রা হেনা || ঢাকা, ১৪ নভেম্বর ২০২০ : নিজের পরিবার বা স্কুল কলেজ, ইউনির্ভাসিটির বন্ধু দের ছাড়া অন্য এক পরিবার অন্য কিছু বন্ধু দের সাথে এক আনন্দময় সময় দিন কাটালাম শুক্রবার। সবাই মিলে টাঙ্গাইল বেড়াতে গিয়েছিলাম কিছু ঐতিহাসিক নির্দশন দেখতে। একটা বিষয় বুঝলাম আনন্দ করার জন্য বয়সের ভেদাভেদ লাগে না, দীর্ঘদিনের সম্পর্ক লাগে না প্রয়োজন শুধু ইচ্ছা আর শিশু সুলভ মন। শুক্রবার আমরা তাই ছিলাম। দিনটি ছিল শুধু আমাদের।প্রোগ্রাম টা আমি অর্গানাইজ করেছিলাম। সাথে অন্য বন্ধুদের সর্বাত্মক সহযোগিতা ছিল। আলহামদুলিল্লাহ সব ঠিক ছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ