সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২২
আমি চিনি এবং জানি কারন লীগের মহা সংকটের দিনে এই শেখ ফেরদৌসি কাজল কাকলী নামের মেয়েটি আমার সাথে ঢাকা মহানগরে বিশেষ করে ‘৯০/৯১-এর উত্তাল মুহূর্তে ট্রাকে ট্রাকে বঙ্গবন্ধুর গান গেয়ে বেড়িয়েছে। ৪টি বঙ্গবন্ধুর গানের এলবামে গান গেয়েছে। প্রচার করেছে। নেত্রী ট্রাক উদ্বোধন করতেন ৩২ নং থেকে আর আমরা ট্রাক নিয়ে গোটা ঢাকা শহরে ঘুরে ঘুরে গান গাইতাম।
এত গেল ‘৯০/৯১-র কথা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জিয়ার সামরিক শাসনের প্রাক্কালে কারফিউ ভঙ্গ করে খুনি কর্নেল ফারুকের বাসায় ঢিল ছুড়ে মারা এবং ফারুককে গালি গালাজ করে জেলের ভাত খাওয়া এই বীর মুক্তিযোদ্ধা শেখ নুরু ভাইয়ের কন্যা কাকলী, যার নামে আজকের বনানী কাকলী বাসস্ট্যান্ড নামকরণ করা হয়েছিল।
ছবিটি দেখুন, কত ভালোবাসা, কত স্নেহ মায়া মমতা আর হৃদ্যতাময় মধুর সান্নিধ্য ও সম্পর্ক থাকলে জাতিরজনক তনয়া শেখ হাসিনাকে এভাবে গলা জড়িয়ে ছবি তোলা যায়?
মহিলা লীগের কত নেত্রী দেখলাম, পাপিয়া তুহিন অপু উকিল কই কাজলের মত এমনভাবে দুঃসময়ের ছবি ত কারো দেখলাম না?
সবাই এখন বড় বড় নেত্রী আর কাজল?
কাজল মুক্তিরা দলকে কিছুই দেয়নি; দিয়েছে মহাকালের মহা সংকটের দিনে আন্তরিক সমর্থন ও কঠোর পরিশ্রম। ফলে আজ এই কাজল মুক্তিরাই অনেক অনেক দূরে ছিটকে পড়েছে।
কাজল খুনি ফারুককে অপমান করার জের হিসেবে সেনাবাহিনী কাজলের বাবার সম্পত্তি জবর দখল করে নিয়েছে খুনি জিয়ার সামরিক শাসনামলে।
আজকের যে বনানী কাকলী বাসস্ট্যান্ড। এর নামকরণ হয়েছিল এই কাজলের নামে। তার আসল নাম কাকলী। কাকলী বাসস্ট্যান্ডের কাকলী হোটেল ছিল বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ভাইয়ের অর্থাৎ কাজলের বাবার।
কেবল বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে প্রতিবাদের কারণেই কাজলের বাবা সে সম্পত্তি হারিয়েছে।
এ গুলো ইতিহাস। জানতে হবে চিনতে হবে।
হাইব্রীড কাক পক্ষী আজ বড় বড় বুলি খ্যামটা দাপট হুমকির গর্জনে ফেসবুক মাঠ ঘাট কাপিয়ে দিচ্ছে- দখল করেছে লীগের অফিস; সুন্দরী রূপসী নারীরা দেহ বল্লরী প্রদর্শনে দখল করে নিয়েছে নেতার বিছানা; তাই বড় বড় পদ ওদের জন্য আর কাজল মুক্তিরা কেবলি ফেসবুকে প্রতিনিয়ত হাহাকার করে বেড়ায়।
ভালো থাকবেন সবাই।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
#
মোকতেল হোসেন মুক্তি
মালে (মালদ্বীপ)
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D