দাবায় অবিশ্বাস্য সাফল্য

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

দাবায় অবিশ্বাস্য সাফল্য

Manual8 Ad Code

বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য |

♟️?দাবা খেলা শিখেছি এক সপ্তাহও হয়নি। অনেক সাহস নিয়ে নাম দিয়েছি প্রতিযোগিতায়। একদল এসে তো আমার বিরুদ্ধে প্রতিবাদই করতে লাগলো। তবুও শিক্ষক আমার প্রতি রেখেছিলেন দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে বেড়িয়ে পরি নতুন ঠিকানায় – শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম। সেখানে গিয়ে দেখি দাবাড়ুদের ছড়াছড়ি। জেলার ৫০টিরও অধিক বিদ্যালয়ের দাবাড়ুদের নিয়ে আয়োজন করা হয়েছিল এ প্রতিযোগিতা।

Manual1 Ad Code

শুরু হয়ে গেল প্রথম রাউন্ড। খেলার মাঝ পর্যায়ে হঠাৎ থমকে গেলাম। সকল প্রতিকূলতা যেন প্রতিচ্ছবি হয়ে ভাসতে লাগলো। অঙ্গীকার করলাম কিছু করে দেখাবার। তারপর দুইদিনব্যাপী ৭টি রাউন্ড শেষ হলো। আমি শেষ রাউন্ডে পরাজিত না হলে পুরো টুর্নামেন্ট অপরাজিত থাকতাম। পুরো টুর্নামেন্ট জুড়ে বাঘা-বাঘা দাবাড়ুদের পরাজিত করে আমরা অর্জন করলাম ৩য় স্থান! মাত্র সপ্তাহের অভিজ্ঞতায় এতো বড় অর্জন সত্যিই অবিশ্বাস্য। যারা আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

Manual7 Ad Code

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code