বাইরে যাচ্ছেন না কিন্তু বাসায় থেকেও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন কীভাবে?

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০

বাইরে যাচ্ছেন না কিন্তু বাসায় থেকেও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন কীভাবে?

Manual7 Ad Code

সৈয়দা হাজেরা সুলতানা, ১১ জুন ২০২০ : অনেকেই বলছেন বাইরে যাচ্ছেন না কিন্তু বাসায়  আক্রান্ত হচ্ছেন। কীভাবে? উত্তর একটাই ফ্রিজ!

Manual2 Ad Code

ফ্রিজের মাধ্যমে অজান্তেই আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছি!
করোনার এই ঝুঁকিপূর্ণ সময়ে ফ্রিজ ব্যবহারে অামাদের সকলকেই সাবধানতা অবলম্বন করতে হবে।
করোনা ভাইরাস ৪ ডিগ্রি তাপমাত্রার নিচে আরামবোধ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে ঘরে ঘরে ফ্রিজ হলো করোনা ভাইরাসের নিরাপদ আবাসস্থল।
আমরা প্রতিনিয়ত বাজার থেকে যেসব জিনিস বাসায় নিয়ে আসি; যেমন মাছ, মাংস, সবজী ইত্যাদি, এগুলোর মাধ্যমে ভাইরাসটি বাহিত হয়ে একবার যদি ফ্রিজে ঢুকে। তারপর সেখানে ১৪ দিন আরামে বেঁচে থাকবে। আমরা যখন সেই জিনিস বের করে খাবো তখন আক্রান্ত হবো। তাই ফ্রিজ বিপদজনক। অথচ ফ্রিজ নিত্য প্রয়োজনীয়, বাদ দেওয়া মুশকিল।

? এখন এক্ষেত্রে অামাদের করণীয় কী?
১. ফ্রিজ খোলার সময় নাক মুখ দূরে রাখতে হবে। সম্ভব হলে মাস্ক পড়তে হবে।
২. যতবার ফ্রিজে হাত দিবেন ততবার অন্য কিছু স্পর্শ করার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে।
৩. ফ্রিজের জিনিস ১০০ ডিগ্রি তাপের উপরে ভালভাবে রান্না করে খেতে হবে।
৪. ফ্রিজ থেকে বের করে কাঁচা কোন জিনিস খাওয়া যাবে না। যেমন- শশা, গাজর, ফল, কাঁচা মরিচ, আচার ইত্যাদি।
৫. ফ্রিজে রাখা রান্না করা খাবার পুনরায় উচ্চ তাপে জ্বাল না দিয়ে খাওয়া যাবে না।
৬. মাছ-মাংস, সবজি, রান্না করা খাবার আলাদা করে রাখতে হবে।
৭. ডিম আপাতত না রাখাই ভাল।
৮. সপ্তাহে অন্তত এক বার সাবান পানি দিয়ে ফ্রিজ সম্পূর্ণ পরিস্কার করতে হবে।
৯. সর্বোপরি ধরেই নিবেন ফ্রিজের মধ্যে করোনা ভাইরাস আছে, সেই ভাবে সাবধানতা অবলম্বন করুন।
ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code